ইসলাম ধর্মে বিয়ে সমাচার

ইসলামে পুরুষদের বিয়ে একটিই। কুরআনে পুরুষদের একটি বিয়ের কথাই বলা হয়েছে। এ কথায় অনেকেই হয়তো চমকে যাবেন।সেটাই স্বাভাবিক। অনেকেই ভাবেন ইসলাম ধর্মে চারটি বিয়ে করা জায়েজ।কেউ বলেন ফরজ।অনেক অমুসলিমদেরও ধারণা আল্লাহর নির্দেশেই মুসলিম পুরুষ চারটিবিয়ে করেন।এ কথা ঠিক যে কুরআনে চারটি বিয়ে পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছেন। তবে তা চঞ্চলা, চপলা,যুবতী নারীর রুপ যৌবনে মুগ্ধ হয়ে বিয়েনয় বরং তিনটি বিশেষ শ্রেণির নারীকে বিয়ে করার জন্যই সেই অনুমতি দেয়া হয়েছে।

১.সমাজের অসহায় যুবতী

২.অসহায় বিধবা নারী

৩.স্বামী পরিত্যক্তা মহিলা।

অর্থাৎ এই অনুমতি শুধু বঞ্চিত অসহায় নারী জাতিকে রক্ষার জন্য,মোটেই সম্ভোগের জন্য নয়।তবে এক্ষেত্রে আল্লাহ তায়ালা কঠিন শর্ত আরোপকরে দিয়েছেন, আর তা হলো সকল স্ত্রীর প্রতি সমান ব্যবহার করতে হবে।এ সম্পর্কে কুরআনের সুরা নিসা- আয়াত:৪ এ বলা হয়েছে “কিন্তু যদিআশংকা করো যে সকলের প্রতি সমান ব্যবহার করতে পারবে না তবে একটিমাত্র বিয়ে করো।“

কিন্তু এই অনুমতিকে হাতিয়ার করে সম্ভোগ নারী বিলাসী পুরুষ একাধিক বিবাহে উৎসাহী হন।অনেক অমুসলিম সুযোগ সন্ধানী পুরুষও একাধিকঅবৈধ স্ত্রীকে আইনি স্বীকৃতি দেয়ার জন্য সাময়িকভাবে মুসলিম হয়ে যান অথচ আল্লাহর দেয়া কঠিন শর্তটা উপেক্ষিতই থেকে যায়।একাধিকস্ত্রীকে সমান চোখে দেখা বা সমান মর্যাদা দেয়া রক্ত মাংসের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়।মহান আল্লাহ তায়ালা সেটা ভালো করেই জানেন।তাই তিনি সুরা নিসা-আয়াত:১২৯ এ বলেই দিয়েছেন “আর তোমরা যত ইচ্ছাই করোনা কেনো তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবেনা, তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণ রুপে ঝুকে পড়ো না ও অপরকে ঝুলিয়ে রেখো না।রাসুল(স) বলেছেন যার দুজন স্ত্রী আছে তারপরসে একজনের প্রতি বেশি ঝুঁকে গেল,কেয়ামতের দিন সে এমনভাবে আসবে যেনো তার একপাশ বাঁকা হয়ে আছে (আবু দাউদ:২১৩৩)।উক্ত আয়াতেযে সাম্য বা ইনসাফের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভালোবাসা ও স্বাভাবিক মনের টান।কেননা কোনো মানুষই দুজনকে একই সময়ে সবদিক থেকেসমানভাবে ভালোবাসতে পারেনা্।সুতরাং মানসিক টান ও প্রবৃত্তিগত আবেগ কারও প্রতি বেশি থাকাটা ইনসাফ বা সাম্য নয়।আর এটি যেহেতুমানব মনের ক্ষমতার বাইরে সেহেতু ইসলামে বিয়ে একটিই।তাহলে কুরআনের শেষ কথা দাড়ালো একের বেশি বিয়ে করো না।অথচ কুরআনের এইআয়াতটি সমাজে সবচেয়ে অপ্রচলিত, উপেক্ষিত। আলেমরা কখনো এই আয়াতটি নিয়ে আলোচনা করেনা।কারন তারা নিজেরাই তো সমস্ত শর্তজলাঞ্জলি দিয়ে ৩/৪টি বিয়ে করে বসে আছেন।