সাইফুল্লাহ সাইপভ

সাইফুল্লাহ সাইপভ নামের এক জিহাদি নিউ ইয়র্কে গাড়ি চাপা দিয়ে ৮ জন সাধারন মানুষকে হত্যা করেছে । ঐ ব্যাটা মধ্য এশিয়া থেকে এসেছে। তারপর আইসিস সেই হামলার কৃতিত্ব দাবি করেছে ।

প্রশ্ন হল আইসিস কেন আমেরিকায় হামলা করবে – বাপের ওপর হামলা বলে কথা ! আমেরিকা, ইসরাইল বা সৌদিতে আইসিসের হামলা মানেই সাম্থিং ইস রটেন ইন …

আমেরিকা বা ইউরোপের ওপর যদি কারো রাগ থাকে সেটা হল ফিলিস্তিনি । খেয়াল করে দেখবেন সমস্ত সন্ত্রাসী হামলায় মরক্কো , তিউনিশিয়া, আলজেরিয়া, সৌদি , কুয়েত, পাকি এরা জড়িত। ফিলিস্তিনি নেই ।

যাক ! এই হামলার কারনে আম্রিকায় বসবাসকারি মুসলমানদের অবস্থা আরো একটু খারাপ হবে আর কারো কিচ্ছু হবে না।

গতকাল এক পাইলট কে গ্রেফতার করেছে র‍্যাব – উনি বিমান নিয়ে জিহাদ করতে চাচ্ছিলেন ।

উনাদের জিহাদের কারনে মানুষের প্রান যায় !

এইসব জিহাদিদের বিষয়ে আমাদের মহান ইসলাম প্রেমিরা কেন যে নীরব সেটাও একটা বড় প্রশ্ন ।