মানুষের জন্য ইসলাম-এর চেয়ে খারাপ ধর্ম আর কি হতে পারে?

আমার মনে হয়, যে দেশে মানুষ ধর্মের সমালোচনা করে কারো শিরশ্ছেদ করার দাবি করে, শুধু পাথর হয় না, তার বাড়িতেও বোমা মেরে ফেলা হয়, সে দেশে কেউ যখন এই কাজ করে- তখন দেশের বর্বর মানুষের বিরুদ্ধে কথা বলা বেশি জরুরি। . একই সাথে, আমি মনে করি, শুধুমাত্র ঘৃণা প্রকাশ করার জন্য, মানুষ কুরআনের সমালোচনা করতে পারে। যেখানে তারা কোরানকে একটি পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচনা করতে বা মহম্মদকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে সম্মান করতে বাধ্য করে, কেউ তার প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য কুরআনে প্রস্রাব করতে চাইতে পারে। মানুষ কুরআনকে অসম্মান করে পায়ে দাঁড় করিয়ে দিতে পারে, সিএনএনকে সাক্ষাৎকার দিতে পারে বা কুরআনের উপরে কাপ প্লেট রাখার ছবি প্রকাশ করতে পারে, শুধুমাত্র ধর্মান্ধ মানুষের বিশ্বাসের মূলে আঘাত করার জন্য।

ইসলাম অনুসারে মানুষের একমাত্র ধর্ম ইসলাম। একমাত্র ইসলামই প্রকৃত ধর্ম। অন্য সব ধর্ম মিথ্যা, ক্রোধ।

গ্রামের কোনো নিরক্ষর ব্যক্তি যদি অগ্রদূত হয়, তাহলে সে ব্যক্তি ইসলামের ভাষায় আল্লাহর কাছে একজন জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি। প্রকৃত মুমিন মুসলমান ছাড়া বাকি সবাই নিরক্ষর। এই পৃথিবীর সকল মেধাবী মানুষ যারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে চলেছেন, প্রযুক্তি ব্যবহার করে তাদের ওষুধ ইত্যাদি গ্রহণ করেও তাদের নিরক্ষর বলা হচ্ছে। অন্য ধর্মের লোকেরা নির্বিচারে নিষ্পাপ নারী শিশুদের হত্যা করে না। তাদের ধর্ম প্রতিষ্ঠা করা। তারা জান্নাত ও ৭২ নারীর আশায় আত্মঘাতী বোমা মেরে নিরীহ জনতাকে হত্যা করে না। নিরীহ মানুষের ওপর ট্রাক চালিয়ে অল্প মুহূর্তে শত শত মানুষকে হত্যা করে তারা কাউকে হত্যা করে না। অন্য সব ধর্মের মানুষ স্বপ্ন দেখে না যে পৃথিবীর সব মানুষ মুসলিম হবে। অন্যথায় তারা বাধ্য হবে। শরীরে প্রাণ না পাওয়া পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ। মানুষের জন্য এর চেয়ে খারাপ ধর্ম আর কি হতে পারে?