হাদীসে এমন অনেক আজগুবি ও অযৌক্তিক কথা রয়েছে যার আসলে কোন অর্থ নেই। মানুষ বছরের পর বছর ধরে এগুলো অনুসরণ করে আসছে। শিক্ষার আলোয় শিক্ষিত এই মুসলিম সমাজ এই সকল অন্ধ ও ভ্রান্ত বিশ্বাসে জর্জরিত সমাজে পরিণত হয়েছে। একটি সময় আসবে যখন অন্য লোকেরা তাদের সম্পর্কে আর চিন্তা করবে না। কারণ ইসলাম মানুষকে ভয় দেখিয়ে ধর্ম পালনে বাধ্য করে। এটা না করলে তোমার ক্ষতি হবে, তুমি ইঁদুর হয়ে যাবে, একদম চুপ হয়ে যাবে। তোমরা আল্লাহর ক্রোধের শিকার হবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার কথা হল আপনি যদি মানুষের উপকার করতে চান এবং ভাল করতে চান তবে সেই ব্যক্তি সর্বদা ভাল থাকবে, তাই আপনাকে ধর্ম অনুসরণ করতে হবে না। যেমন হাদিস থেকে দেখা যায়,
■ মানুষ ইঁদুরে পরিণত হতে পারে
বইয়ের নামঃ সহীহ মুসলিম (ইফা)
হাদিস নম্বরঃ [7227]
অধ্যায়: 56/ যুহুদ এবং বিশ্বের অনাগ্রহের বর্ণনা (কিতাব আল-জুহদ ওয়া আল-জালগার)
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন
অধ্যায়: 11. বানর এবং এটি একটি বিকৃত প্রাণী
7227. আবু কুরাইব মুহাম্মাদ ইবন আ’লা (রহঃ)… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, ইঁদুর বিকৃত প্রাণী (মানুষের)। এর আলামত হল, ছাগলের দুধ তাদের সামনে রাখলে তারা তা পান করে, আর উটের দুধ তাদের সামনে রাখলে তারা স্বাদও পায় না। একথা শুনে কাব (রাঃ) তাকে বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজে শুনেছ? তিনি বললেন, যদি না হয়, তাহলে কি আমার উপর তাওরাত অবতীর্ণ হয়েছে?
হাদিস স্ট্যাটাসঃ সহিহ
■ উটের প্রস্রাব পান করা
বইয়ের নামঃ সহীহ মুসলিম (এইচ. একাডেমী)
হাদিস নম্বরঃ [4246]
অধ্যায়: ২৯. কাসামাহ (হত্যা অস্বীকার করার শপথ গ্রহণ), মুহারিবীন (যুদ্ধ), কিসাস (খুনের প্রতিশোধ) এবং দিয়াত (খুনের শাস্তি হিসেবে জরিমানা) (كتاب القصاسمة والحاربين والقصاص والديات)
প্রকাশকঃ হাদিস একাডেমী
অধ্যায়: 2. শত্রু সৈন্য ও ধর্মত্যাগীদের বিচার
4246-(10/…) আবু জাফর মুহাম্মাদ ইবনে সাব্বাহ এবং আবু বকর ইবনে আবু শাইবা (তাঁদের) …… আনাস (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, আটজনের একটি দল “উকাল” গোত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এলেন। তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ইসলামের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল। অতঃপর, মদিনার আবহাওয়া তাদের জন্য প্রতিকূল হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লে, তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে অভিযোগ জানায়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি কি আমাদের রাখালের সাথে গিয়ে উটের মূত্র ও দুধ পান করতে পারবে? তারা বললঃ হ্যাঁ। তারপর তারা বাইরে গিয়ে তার প্রস্রাব ও দুধ পান করল। তারা সুস্থ হয়েছিল। তারপর তারা রাখালকে মেরে উটগুলো তাড়িয়ে দিল। এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌঁছে। তিনি তাদের পিছনে পাঠালেন। তাদের ধরে নিয়ে আসে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর তাদের হাত-পা কেটে লাল-গরম লোহার রড তাদের চোখে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর তাদের রোদে ফেলে দেওয়া হয়। অবশেষে, তারা মারা গেল।
ইবনে সাব্বাহ (রহ.) … وَطَرَدُوا الإِبِلَ এর বর্ণনার স্থলে وَطََّرَدُوا النَّعَمَ এসেছে। বর্ণনাকারী বলেন, তখন তাদের চোখ বের করে দেওয়া হলো। (ইসলামিক ফাউন্ডেশন 4207, ইসলামিক সেন্টার 4207)
■ হৃৎপিণ্ড পরিষ্কার করার জন্য ওপেন হার্ট সার্জারি
বইয়ের নামঃ সহীহ মুসলিম (ইফা)
হাদিস নম্বরঃ [310]
অধ্যায়ঃ ১/ কিতাবুল ঈমান
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন
অধ্যায়: 73. রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ঊর্ধ্বাকাশ এবং নামাযের বাধ্যবাধকতা
310. শায়বান ইবনে ফাররুখ (রা.)… আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত যে, জিব্রাইল (আ.) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এলেন যখন তিনি খেলা করছিলেন। শিশু তিনি তাকে শুইয়ে দিয়ে তার বুক কেটে তার হৃদয় বের করলেন। অতঃপর তিনি তার বুক থেকে এক জমাট রক্ত বের করে বললেন, এ অংশ শয়তানের। অতঃপর তিনি হৃদপিন্ডটিকে একটি সোনার পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন এবং এর অঙ্গ-প্রত্যঙ্গ একত্রিত করে আবার তার জায়গায় রাখলেন। তারপর শিশুরা তাদের ভেজা নার্সের কাছে দৌড়ে এসে বলল, “মুহাম্মদকে হত্যা করা হয়েছে।” একথা শুনে সবাই তার দিকে ছুটে এসে দেখলেন ভয়ে সে ফ্যাকাশে হয়ে গেছে! আনাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি।
হাদীসঃ সহীহ (সহীহ)
বইয়ের নামঃ সুনানে তিরমিযী (ইফা)
হাদিস নম্বরঃ [৩৩৪৬]
অধ্যায়ঃ ৫০/ কুরআন তাফসীর
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন
প্রচ্ছদঃ সূরা আলম নাসরাহ
3346. মুহাম্মাদ ইবনু বাশার (রহঃ) আনাস (রাঃ) এর সূত্রে তার গোত্র মালিক ইবনু সাসা (আঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.) এবং আল্লাহর রহমত বলেনঃ আমি কাবা শরীফে নিদ্রা ও জাগরণের মাঝে ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ বলছে: তিনজনের একজন… তারপর আমার কাছে সোনার পাত্র আনা হলো। এতে জমজমের পানি ছিল। আমার বুক চিরে এদিক ওদিক। কাতাদাহ (রাঃ) বলেন, আমি আনাস (রাঃ) কে বললামঃ কি?
এই হইল হাদিস এর নমুনা, হার্ট বাহির করে ওয়াশ করার কাহিনী। মূত্র খাওয়ার প্রথা। আপনাকে যদি কামেলের মূত্র পান করতে বলা হয় অসুস্থ হইলে খাবেন নাকি এক গ্লাস? এই সব ফালতু আর আজগুবি কাহিনীতে ভরা হইল এই ইসলাম ধর্ম । যার মাথায় বুদ্ধি আছে সে এইসব বিষয় বিশ্বাস করার অবস্থায় থাকবে না আমি নিশ্চিত । যতসব ননসেন্স কথা বইলা মগজ ওয়াশ করে রেখেছে বুদ্ধিহীন মানুষগুলাকে।