ইসলাম ধর্মে জিহাদ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। জিহাদ শব্দের অর্থ হলো পরিশ্রম, সাধনা, চেষ্টা ইত্যাদি। তবে বেশির ভাগ মানুষই মতন করে যেজিহাদ মানে হলো অমুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের অস্র যুদ্ধ। অর্থাৎ মুসলিম, অমুসলিম সকলেরই ধারনা মুসলমানদের যুদ্ধ মানেই হলোজিহাদ। এটি যে শুধু সাধারণ মুসলিম বা ননমুসলিমদের ধারনা তা কিন্তু নয়। আমাদের সমাজে কিছু নামধারী ও লেবাসধারী ধর্মীয় ব্যাক্তি বর্গরয়েছে যাদের না আছে যথাযথ ধর্মীয় জ্ঞান আর না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, মূলত তারাই সাধারণ মানুষের মনে এই ভ্রান্ত, অমূলকধারনা তৈরি করে দিয়েছে। যদিও তদের ধর্মীয় কোন জ্ঞান নেই তবুও তারা বসে আছে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে। শুধু মাত্র সস্তাজনপ্রিয়তা পাওয়ার আশায় তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেও কুন্ঠিত বোধ করে না। এসমস্ত ব্যাক্তিরাই ধর্মের ভুল ব্যাখ্যা করার মাধ্যমে সমাজে তৈরীকরছে সন্ত্রাস, জঙ্গিবাদ। এসমস্ত কিছু ধর্মীয় লেবাসধারী অথচ ধর্ম জ্ঞান শূন্য ব্যাক্তিদের জন্য ভুল পথে পরিচালিত হচ্ছে যুব সমাজ এবং সমস্তপৃথিবীর কাছে ক্ষুন্ন হচ্ছে ইসলাম ধর্মের ভাবমূর্তি।
যুদ্ধ এবং জিহাদ এক নয়। যুদ্ধ হলো জিহাদের একটি অংশ মাত্র। কুরআন বা হাদিসে কোথাও জিহাদকে যুদ্ধ বা ধর্মযুদ্ধ হিসাবে ব্যবহার করা হয়নি। অথচ জিহাদকে যুদ্ধ হিসাবে ভুল ব্যাখ্যার কারনে সারা বিশ্বে জিহাদ শব্দটি সন্ত্রাস বা ইসলামি সন্ত্রাস শব্দের সমার্থক হয়ে দাড়িয়েছে। প্রকৃতপক্ষেজিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা বা সংগ্রাম। ইসলাম ধর্মে জিহাদ শব্দটি ব্যাপক অর্থ বহন করে। জিহাদ শব্দের আক্ষরিক অর্থ হলো কোনো বিষয়েসংগ্রাম করা। তবে এ সংগ্রাম সশস্ত্র বা অহিংস, ধর্মীয় বা ধর্ম নিরপেক্ষ সব রকমই হতে পারে। ধর্ম রক্ষায় জিহাদ হলো ধর্মীয় অনুসারীদেরকল্যানে, ধর্মীয় সমাজ ব্যবস্থার উন্নয়নে সংগ্রাম করা। তার মানে এই নয় যে যুদ্ধের মাধ্যমে কোনো বিশেষ জাতির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েঅন্য কোনো বিশেষ জাতির হাতে তুলে দেয়া,এটি কখনোই ইসলামের লক্ষ্য নয়। শত্রু পক্ষের আক্রমণ হতে আত্মরক্ষা করাও এক প্রকার জিহাদ।মুসলিম জাতির কল্যাণে ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কিছু লিখা ইত্যাদিও জিহাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ জিহাদ মানে অমুসলিমদেরবিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ নয়, জিহাদ মানে জঙ্গিবাদ নয়। জিহাদ এবং জঙ্গিবাদ এক জিনিস নয়। বরং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করার জন্যইজিহাদ। ইসলাম এমন একটি ধর্ম যেখানে যুদ্ধের ময়দানেও শত্রু পক্ষ নিরাপত্তা চাইলে ইসলাম বলে তাদের ছেড়ে দাও এবং নিরাপদ স্থানে পৌছেদাও।