সমকামী বিষয়ক

সমকামী জনগোষ্ঠী বাংলাদেশে পরিবার এবং পরিবারের বাইরের ব্যাক্তি বর্গ যেমন পুলিশ, প্রেম বিদ্বেষী ও কট্টর মৌলবাদী জনগোষ্ঠী এই সমকামীজনগোষ্ঠীকে হয়রানি, নির্জাতন ও শারীরিকভাবে আক্রমণ করতে পারে।আর এই সমকামী গোষ্ঠীর জন্য কোনো নিরাপত্তা দিতে বাংলাদেশসরকারের পক্ষ থেকে কোনো প্রকার কোনো উদ্যোগ কোনো প্রকার উতসাহ বা সক্রিয়তাও কখনো দেখা যায়নি।

কিন্তু এরাওতো মানুষ, এদেরও তো বেচে থাকার অধিকার আছে। অথচ বাংলাদেশে এই জনগোষ্ঠী বেচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।উল্টোবাংলাদেশের আইন ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতার শাস্তি ২ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড উপরন্তু জরিমানা আরোপযোগ্য।

ব্রিটিশ সরকার এই আইন বাংলাদেশে চালু করেছিল। যুগের পরিবর্তনে আজ তারা এই আইন তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশে ধর্মীয় কট্টরবাদীতারজন্য এখনো এই আইন রেখে দিয়েছে। সেদিক থেকে বাংলাদেশ এখনো ২০০ বছর পেছনেই পড়ে রয়েছে।

আমি আমার জীবনে কখনো শুনিনি যে কোনো সমকামী ব্যাক্তি কাউকে রেপ করেছে কিন্তু আমি এমন বহু সংবাদ দেখেছি যে মাদ্রাসার হুজুরেরদ্বারা ছোট ছোট কোমলমতি ছেলে শিশু, মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এরাই আবার ফতোয়া দেয় যে সমকামীদের বাঁচার কোনো অধিকার নেই। এমনকি যারা সমকামীতার পক্ষে কথা বলে বা যারা সমকামী জনগোষ্ঠীরসম অধিকার আদায়ের পক্ষে কথা বলে তাদেরকেও পর্যন্ত এরা হত্যা করছে অথচ গোপনে কিন্তু এরাও একই কাজ করছে।

২০১৬ সালে ঢাকার কলাবাগানে নিজ বাসায় সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান জংগীদের হাতে নৃসংশভাবে খুন। জংগীরা তার গলা কেটেজবাই করে হত্যা করে। তিনি সমকামী বিষয়ক ম্যগাজিন রুপবান এর সম্পাদক ছিলেন। তার সাথে তার বন্ধু মাহবুব তনয়কেও হত্যা করা হয়। এমনমগের মুল্লুকের দেশে আমাদের বসবাস।