মেয়দের কে কেন জোর করে হিজাব করতে বলা হয়?

 

ইসলামি শরিয়ত এর পরিভাষায় ,নারি পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের জন্য পর্দা করতে বলা হয়েছে ।

একজন নারির রুপ লাবণ্য ও সৌন্দর্য কে আড়ালে রাখার বেবস্থা কে বলা হায় পর্দা
আমাদের সমাজের মানুষ রা মনে করেন আমরা মেরা বেপর্দা হয়ে চলি বলেই
ছেলেরা আমাদের প্রতি আকর্ষিত হয় এবং যেই সব ধর্ষণ এর মতো খারাপ কাজগুলো
ঘটে আমাদের সমাজ কে কলুষিত করে ।
এসব কারনেই নারিদের জোর কোরে হিজাব করতে বলা হয়