আইন করে ইসলাম নিষিদ্ধ করা হোক

জিসু ক্ষমতায় যাবার আগেই সৌভাগ্যবশত মারা গেছে। তাই তখনকার প্রচলিত বর্বরতা ছাড়া নতুন করে জিসু কোন বর্বর আয়াত চালু করেনি! বা বলা যায় তার চেলারা চালু করার চেষ্টা করেনি।

মোহাম্মদ মক্কা থাকতে মারা গেলে ইসলামকেও আমরা অনেকটা শান্তিবাদীই পেতাম!

এখন ইসলামে কেউ চাইলেও সংশোধন করা সম্ভব না। কাফেরদের কুপানো বন্ধ করলেও নিজেদের মধ্যে কুপাকুপি বন্ধ করতে পারবেন না। পারিবারিক বর্বরতা বন্ধ করতে পারবেন না। যৌন বর্বরতা বন্ধ করতে পারবেন না। আগে মনে করা হত আধুনিক উন্নত পরিবেশে থাকতে থাকতে নতুন প্রজন্ম বর্বরতা ত্যাগ করে এডাপ্টেড হয়ে যাবে। কিন্তু দেখলেন তো কি পরিমান লোক উন্নত দেশ থেকে আইএসে গেল!

আপনি ইসলাম সংশোধনের কথা বললেন – আপনাকে হত্যা করা তাদের ফরজ হয়ে গেল। ত্যাগ করার কথা বললেন – আপনাকে অনিচ্ছা সত্ত্বেও হত্যা করতে হবে। মুমিনদের হাত পা বাধা। তারা আপনাকে হত্যা না করে উপায় নেই।

আজ থেকে সুদুর ভবিষ্যত কালে হলেও আমাদের উত্তরসুরিরা ঠিকই আন্দোলন করতে হবে-
“আইন করে ইসলাম নিষিদ্ধ করা হোক”!

বাস্তবায়ন হবে না জানি- তবু দাবী করতে দোষটা কোথায়!