কান্না ও হাহাকার ডেকে আনছে তাদের কাল্পনিক বিশ্বাস!

কোথায় যেন পড়েছিলাম সুইসাইড বোমাবাজি প্রথম শুরু করেছে শ্রীলংকার এলটিটির ব্লাক টাইগার গ্রুপ। নেটে গাটাগাটি করে দেখলাম তথ্যটা ঠিক না। যদিও এই ব্লাক টাইগাররা ১৯৮৭ থেকে ২০০৯ পর্যন্ত ৮৩টা সুইসাইড আক্রমণ করে প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ও প্রেসিডেন্ট রানাসিঙ্গে প্রেমাদাসাসহ ৯৮১ জন নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

ইতিহাস বলে যিশুর জন্ম শতকেই সিকারী(Sicarii Jewish) জিউসরা রোমান সাপোর্টার রোমানি জিউস ওরফে হেলেনাইজ্ড (Hellenized Jewish) জিউস প্রেইস্টদের উপর ডেগার দিয়ে হত্যা করে নিজেরা সুইসাইড করত। জিউসদের মধ্যে এখনো কিন্তু স্ট্রংলি বিভক্তি আছে, যদিও নিজেদের মধ্যে কুপাকুপি তারা বহু আগেই ছেড়ে দিয়েছে।

জিইসদের পরেই আসে মুসলিম। ইসমাইলিয়া শিয়ারা মোহাম্মদের মৃত্যুর পর প্রায় ৩০০ বছর বহু মুসলিম সুলতান ও খলিফাকে সুইসাইডাল এটাক করে হত্যা করেছে।

এ রকম বহু সেক্ট ও গ্রুপ আছে যারা মিলিটারি সুইসাইডাল এটাক ছাড়াও শুধু মতবাদের ভিন্নতার কারণে নিজেকে উড়িয়ে শত্রুকে খতম করেছে।

পাবনার মানসিক হাসপাতালে অনেকেই নাকি নিজেকে ইউরুপ আমেরিকার প্রেসিডেন্টের মতো রথি মহারথি মনে করে মনে মনে দুনিয়ার বড় বড় দায়িত্ব কাধে নিয়ে বসে আছে। যদিও তারা রোগী ও হার্মলেস।

জেহাদীদেরও আমার কাছে একই রকম মনে হয়, পার্থক্য হলো তারা হার্মলেস না, হার্মফোল। শত সহস্র পরিবারের জনম জনম কান্না ও হাহাকার ডেকে আনছে তাদের কাল্পনিক বিশ্বাসের কারনে।