জানোয়ারের (হুর) সাথে জানোয়ারের সেক্স ভাবনা!

পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত হল সুস্থ্য সেক্স।
অথচ কাউকে সবচেয়ে আনন্দের মুহূর্ত স্মৃতিচারণ করতে বললে, কেউই সেক্সের কথা বলে না!

আর কত সুস্থ্য সেক্সকে লুকিয়ে রেখে নোংরা সেক্স নিয়ে আলোচনা চলবে বাহে!

বেহেস্তি হুর কোন মনুষ্য প্রজাতী নয়। সুতরাং নিঃসন্দেহে তারা ভিন্ন প্রাণী জানোয়ার।
অধিকন্ত বেহেস্তিদের সাথে হুরদের সেক্স ছাড়া প্রেম-ভালবাসার কোন সম্পর্কের কথাও ইসলামে নাই।

আর প্রেম ভালবাসাহীন কোন জানোয়ারের দলের সাথে সেক্স নিয়ে প্রকাশ্যে আলোচনা করা, স্বপ্ন দেখা সুস্থ্য কোন মানুষের দ্বারা হতে পারেনা।

রসময় গুপ্তের বই , বা অমি পিয়ালের যৌবনজ্বালা জাতীয় ব্লগ গুলোতে  মা, বোন, ভাই, বাবা, ভাবি, চাচী, নানী ইত্যাদি আপনজনদের নিয়ে যে অসুস্থ্য যৌন চর্চা হচ্ছে, তাদের প্রায় সবাইকেই দেখবেন নিজেদের বউ বা প্রেমিকার সাথে ভালবাসার গল্প কখনো করেনা।

দেশের অধিকাংশ মানুষ এখনো ছেলে-মেয়ের সামনে বউকে জড়িয়ে ধরেনা, চুমু দেয় না। অথচ এগুলো কোন অসুস্থ্য চর্চা নয়।

প্রেমকে এভাবে লুকিয়ে রাখা মানে এই না- তারা বাবা-মার চুমু না দেখলে ধুয়া তুলসি পাতা হয়ে যাবে!

সুস্থ্য প্রেম , ভালবাসা ও যৌন চর্চা মানুষকে সেক্স না পাওয়া, বা না দেখার অতৃপ্ত বাসনা দুর করবে, অসুস্থ্য আক্রমনাত্বক যৌনাকাংখা দুর করবে