উত্তর কোরিয়ার নেতা কয়েকদিনের জন্য ভিয়েতনাম গেছে। তার দেশের মানুষ দু:খে শোকে হতবিহবল! এতো ভালবাসা!! আহা!!! লক্ষ্য লক্ষ্য কয়েদি নিষ্টুর নির্যাতনে মরার আগ মুহূর্তে তাদের অনুভুতিও আমার ধারনা একই রকম সেখানে! লিডারের প্রতি ভালবাসা বলে কথা!
“আমাদের লিডারকে টিভিতে দেখে এতই আবেগ আপ্লোত হয়েছি যে থামতে পারছিনা। আমাদের পরম ভালবাসার লিডারের অক্লান্ত পরিশ্রম দেখে আমাদের সমস্ত স্টাফরা আমাদের অনুভুতি শেয়ার করেছি এবং প্রতিজ্ঞা করেছি আমরা আরো পরিশ্রম করব আমাদের কাজে সফল হতে এবং আমরা প্রতিজ্ঞা করলাম তাকে খুশি/সুখি করব!”
আরেকজনের বক্তব্য-
‘গতকাল খবরটা শুনে এত ভাল লাগছে যে আজ আমার ছুটি থাকা সত্ত্বেও অফিসে যাচ্ছি কাজ করতে যাতে আমাদের লিডার খুশি হয়।”
বাসের ভীরের মধ্য থেকে- ‘আমরা তাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারিনা!
আমি তাকে খুবই মিস করছি যখন শুনলাম সে দুরের দেশে গেছে মিটিং করতে!
আমার প্রাণ প্রিয় নেতা বিদেশ গেছে শুনার পর আমার মন বলছে আমি আরো ভাল কিছু করা উচিত আমার দেশের জন্য!”
প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে কুকুরের মতো প্রভু ভক্ত বানানো যায়।
পৃথিবীর সকল স্বৈরশাসকরা ক্ষমতা থেকে নামিয়ে দেবার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই মহৌষধ প্রয়োগ করে!