নিউজফিডে কিছু ছবি দেখলাম, সুস্থ মানুষকে অসুস্থ করে দেয়ার মতো। নরসিংদীর আওয়ামী লীগের কোন্দলে কজন খুন হয়েছে জানিনা, কারণ আমরা যেহেতু আওয়ামীলীগের গ্রামগঞ্জের কর্মীদের মানুষ মনে করিনা, তাই তাদের কয়জন নিজেরা নিজেরা মরলো সেই নাম্বারটা হয়তো ইম্পরট্যান্ট না। এমনকি রাগে ক্ষোভে এমনটাওতো বলি যে নিজেরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাক। কিন্তু তাই বলে এতটা ভয়ঙ্কর নৃশংসতা!
কয়েকদিন আগে পল্টনে পুলিশের গাড়ি পোড়ানো নিয়ে কয়েকটা টিভি চ্যানেলেতো ‘ভায়োলেন্সের বিপক্ষে’ রীতিমতো বিপ্লব হয়ে গেছে। অথচ নরসিংদীর এই নিষ্ঠুর হত্যাকান্ড কেন হলো, বিচার হবে কিনা, এইসব প্রশ্ন কেউ তুলেছে? ক্ষমতাবানদের কাছে জবাবদিহিতা চেয়েছে? চোখে পড়েনি।
আরেকটা জিনিস খেয়াল করছি, ইউরোপে আমেরিকা, এমনকি ভারতেও প্রি-ইলেকশন জার্নালিজম কেমন হয়? আগের পাঁচ দশ বছরের অর্থনীতি নিয়ে আলাপ হয়। ট্যাক্স-ভ্যাট-মজুরি বাড়লো কি কমলো, কর্মসংস্থানের অবস্থা, ব্যাংকিং সেক্টর, ইনফ্লেশন, ডেট, পরিবেশ দূষণ, ইউমেন্স রাইট, এলজিবিটি রাইট -এইসব নিয়ে কি ভালো ভালো সব তর্ক বিতর্ক হয়। একেকটা আলাপে সরকারের পাঁচ বছরের ‘আকাম কুকামের’ রিক্যাপ হয়। তুলাধুনা হয়।
আর আমাদের চ্যানেলগুলো কি করছে? কাকে তুলোধুনা করছে? হিরো আলমকে? শেইম।