গ্রেফতারকৃত ২৮ জন সমকামী নাগরিককে দ্রুত মুক্তি দিয়ে দেশের পুলিশ বাহিনী, সংসদের আইন প্রণেতাগণ আর সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গকে এক্ষুণি পড়তে বসার জন্য অনুরোধ করছি।
সমকামিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করার জন্য আজই পড়ুন অভিজিৎ রায়ের “সমকামিতা” এবং “ভালোবাসা কারে কয়”। জাতিকে অন্ধকার থেকে মুক্তি দিতে বইগুলো জাতিয় শিক্ষাক্রমের পাঠ্যবই হিসেবে অন্তভূক্ত করার জন্যও মাননীয় সরকারকে আহবান করছি।
সমকামীতা মানুষের একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক আচরণ। বিশ্বের সবচেয়ে শিক্ষিত আর গণতান্ত্রিক দেশগুলোতো সমকামিতা অনেক দিন থেকেই স্বীকৃত এবং সমকামীদের সকল সামাজিক অধিকারও সুপ্রতিষ্ঠিত হয়েছ।
এই ২০১৭ সালে সমকামীতাকে দায়ী করে নিরিহ নাগরিকদেরকে গ্রেফতার আর নির্যাতন করে সভ্য বিশ্বের মানুষদের কাছে নিজেদেরকে আর অসভ্য প্রমাণ করবেন না।