আমাদের দেশে মক্তবে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রী থেকেও স্কুল-কলেজের পড়াশুনা ও নাচ-গানের ছাত্র-ছাত্রী যারা গৃহ শিক্ষকের কাছে বাসায় একান্ত নিরিবীলি কক্ষে পড়াশুনা করছে এমন সংখ্যা বেশী হবার কথা।
আর কে না জানে প্রায় প্রতিটি গৃহ শিক্ষকের বাই ডিফল্ট অধিকার হলো তার ছাত্রীর ( কোন কোন ক্ষেত্রে ছাত্রও হতে পারে) সাথে প্রেমের নামে ধর্ষণ করা! ইউনি থাকতে বহু ফ্রেন্ডকে, বড় ভাইকে ছাত্রীর সাথে প্রেম ও সেক্স করতে পারাকে বাহাদুরী হিসেবে বলতে শুনেছি! অথচ
এখনো পর্যন্ত কতজন গৃহ শিক্ষক ধরা খেয়েছেন?
সংখ্যায় কম হলেও হুজুররাই কিন্তু বেশী ধরা খাচ্ছেন। হয়তো হুজুররা বোকা আর নির্মম বলে সহজে ধরা যাচ্ছে।
কিন্তু যে লাখে লাখে শিশু গৃহ শিক্ষকের দ্বারা প্রেমের নামে ধর্ষণ হচ্ছে, জীবনটা শুরুই করছে প্রতারিত হয়ে (হয়তো পেনিট্রেশনর সংখ্যা বেশী না, তবে ধর্ষণের সঙ্গীনুযায়ী ঐ গুলোও ধর্ষনই) তাদের ধর্ষকরা ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে!
ধর্ষক শুধু হুজুররাই না, সুযোগ পেলে আধুনিক লেভাসধারীরাও!
চলুন সোচ্চার হই সকল ধর্ষণের বিরুদ্ধে।