দীপন একটা মূর্খ আর বেইমান জাতির জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেছে

একটা চরম ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষিত আর দুর্নীতিপরায়ণ জাতিকে আরো গভীর অন্ধকারে নিক্ষিপ্ত করা হয়েছে দেশের বিজ্ঞান লেখক আর প্রকাশককে হত্যা করে। আর সেই অন্ধকারকে চিরস্থায়ী করা করা হয়েছে দেশের সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় রাজনীতিবিদ আর বেশীরভাগ ধর্মানুভূতিশীল জনগণের সমর্থনে।

এই সভ্য সময়েও যে দেশে লেখক প্রকাশক খুন হয়; যে খুনে দেশের সরকার, রাজনীতিবিদ আর বিশাল অংশ জনগণ আনন্দিত হয়; যে খুনের বিচার হয়না; বিচারের দাবীতে যে দেশের জনগণ ফেটে পড়েনা; সে দেশের মানুষ আলোকিত লেখা আর প্রকাশনা থেকে বঞ্চিত হবে আরো হাজার বছর।

দীপন একটা মূর্খ আর বেইমান জাতির জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেছে। দীপনের জন্য বুক ফাটা কষ্ট হয়। দীপনের সঙ্গে আমরা অন্যায় করেছি। অনন্তকাল অন্ধকারে থেকে আমাদেরকে এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেই হবে।