সুষুপ্ত পাঠকের পোস্টের এক ওয়াজ থেকে জানলাম-
কুরানে নাকি সাড়ে চারশ জেহাদী আয়াত আছে, হাদিসসহ ধরলে তা ৭০০ এর মতো আল্লাপাকের হুকুম আছে বিধর্মীদের বিরুদ্ধে জেহাদ করার!
রমজানে এসব আলোচনা বেশী হয় সত্য, তবে রমজানের খাওয়া-দাওয়ার কথা মনে হলে তাদেরকে ক্ষমা করে দেয়া য়ায।
সিডনির ল্যাকাম্বা অষ্ট্রেলিয়ার মুসলিমদের হাটহাজারী হলেও পুরু রমজান মাসই সারা রাত ফেস্টিভাল থাকে। আফ্রিকান, মিডল ইস্টার্ন, ইউরুপিয়ান, এশিয়ান বা পাক-ভারতীয়-বাংলাদেশী এমন কোন খাবার নাই পাওয়া যায় না। আর নতুন পুরাতন বন্ধু-বান্ধবদের সাথে হঠাৎ হঠাৎ দেখা আর আড্ডা তো চলেই!
রমজান মানেই উৎসব! ইসলাম কিতাবীয় ধর্ম হতে মানবিক ধর্মে পরিবর্তন হোক, উৎসবের ধর্মে পরিনত হোক!