ইসলামি রাজনীতি

কিছু হিন্দুকে গরুর মাংস খাওয়ানো গেছে বা তারা ভুল করে গরুর মাংস খেয়ে ফেলেছে এই নিয়ে একদলকে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে ও হাসি তামাসা করতে দেখা যাচ্ছে। এরা অপেক্ষাকৃত সোজাসাপ্টা সাম্প্রদায়িক কিসিমের ইসলামিস্ট। আরেক দল আছে যারা ইন্টেলেকচুয়াল ঘরানার তারা ‘চারুকলায় গরুর মাংস নিষিদ্ধ’ বলে প্রচার চালিয়ে শাহবাগ কেন্দ্রিক সেকুলারিজমের সাথে হিন্দুত্বের সম্পর্কের ইঙ্গিত করতে চাচ্ছেন।

হিন্দুদেরকে গরুর মাংস খাওয়ানোর ব্যাপারটা এরা ভুলেও উচ্চারণ করবে না। মূলত এই দুই দলই বর্তমান বাংলাদেশের মেইনস্ট্রিম ইসলামি রাজনীতির প্রতিনিধিত্ব করেন। এই দুই দলের কারনেই ছাত্রলীগ নেতার পক্ষে ক্যান্টিনের টাকা মেরে ক্যান্টিনওয়ালাদের উপরে আরো বড় দোষ চাপিয়ে দেয়া সম্ভব হয়।

এটাই এই মুহুর্তে বাংলাদেশের মূলধারার ইসলামি রাজনীতি। ইসলামিস্টদের এক দল সাম্প্রদায়িকতা ছড়াবে, আরেকদল সেসব সাম্প্রদায়িকতা বিষয়ে চোখ বন্ধ করে রেখে অথবা তাকে সুগার কোট করে নিজেদেরকে ব্যাস্ত রাখবে আদর্শিক সেকুলারদের ইন্টেলেকচুয়াল বিরোধিতায়। আর ডামাডোলের মধ্যে ধর্ম ও জিরাফে থাকা সরকারকে সবদিক দিয়ে লুটপাটে সহযোগিতা করে যাবে।