আসিফ নজরুলের প্রতি

Dr. Asif Nazrul সাহেব, শুভেচ্ছা নেবেন।

আপনার পেইজ Dr.Asifnazrul-এ ফরহাদ মজহার বিষয়ক কিছু পোষ্ট দেখে আমি স্তম্ভিত হলাম। আপনি একজন আইনের শিক্ষক, আইনে পিএইচডি এবং অত্যন্ত উচু মানের একজন টকশো তার্কিক। আপনার ভাষাশৈলী, লাগামহীন ও কান্ডজ্ঞানহীন কথাবার্তা এবং সর্বোপরি সরকারের প্রতি আপনার ব্যক্তিগত আক্রোশের যে হটকারী বহিঃপ্রকাশ আপনার পোষ্টগুলোতে ফুটে উঠেছে, তাতে আমি হতাশ।

আপনি লিখেছেন, >>> “যে গুম বা অপহরন করুক, ফরহাদ মজহারকে খুজে বের করে আনার দায়িত্ব একমাত্র সরকারের। আবার বলছি-একমাত্র সরকারের। এতো পুলিশ, র‌্যাব, টেকলোনজি, ট্র্যাকিং- সরকার তাহলে তাকে উদ্ধার করতে পারবে না কেন? যদি না পারে, তাহলে আমরা ধরে নিবো সরকার চায় না ফরহাদ মজহার ফিরে আসুক। যদি তিনি না ফিরে আসেন-ধরে নিবেন এদেশটা পচে গলে নি:শেষ হয়ে গেছে!” <<<< আপনার এই কথাগুলো এমন ভাষায় সাজিয়েছেন, যেন সরকারই মজহার সাহেবকে গুম করেছে। আদালতের কৌশুলীর আর্গুমেন্টের ভাষায় বললেন যে, “যদি না পারে, তাহলে আমরা ধরে নিবো সরকার চায় না ফরহাদ মজহার ফিরে আসুক”। আচ্ছা নজরুল সাহেব, “আমরা”-টা কারা? আপনি কি জানেন যে, আপনি যখন “আমরা” শব্দটা লিখেছেন, তখনই বলে দিয়েছেন যে আপনার “আমরাটা” একটা চক্রান্তকারী চক্র! নয় কি?

একই পেজে পরবর্তী পোষ্টে লিখেছেন, <<<< “Forhad Mazhar key ghum kora hoyechey. Sobai sochchar hon. Protibaad koren.”>>>>> বাহ, আপনিই ছেলের বাবা, আবার আপনিই মেয়ের বাবা। এটা কিভাবে হয় বলবেন? ফরহাদ মজহারকে গুম করা হয়েছে, এতোটা দায়িত্ব নিয়ে কিভাবে বলতে পারলেন জাতিকে জানাবেন কি প্লিজ?

আপনার উল্লেখিত পেইজে আপনি একটা ব্যানারকে কাভার ফটো বানিয়ে অন্যদেরকে বলেছেন, “আমি আমার ওয়ালের ছবিতে ফরহাদ মজহারকে ফেরত চেয়েছি। আপনি চান না? তাহলে প্লিজ অন্তত কয়েকদিনের জন্য ওয়ালের ছবি পরিবর্তন করুন।”>>>> আচ্ছা, আপনি সবাইকে “অন্তত কয়েকদিন”-এর জন্য ছবিটি পরিবর্তনের অনুরোধ করেছেন। জানতে পারি কি “কতদিনের প্ল্যান ছিল”? এতো বিজ্ঞা একজন আইনজ্ঞ, অথচ এসব খুটিনাটি বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবেন না? আপনার ব্যাপারে সত্যি আমি হতাশ হয়েছি। You should play batter। ব্যানার সহ আপনার অন্যান্য পোষ্টগুলো শুধু একটা সাক্ষ্যই দেয় তাহলো, আপনার ভাষায় “আমরা” গ্রুপটি এই বিষয়টিকে একটা আন্দোলন টাইপের কিছুর দিকে নিতে চাচ্ছিলেন। সন্ধ্যা রাতের প্রেস কনফারেন্সও ভাল হয়েছিল। কিন্তু র‍্যাব তাঁকে উদ্ধার করে আপাতত “সে গুড়ে বালি ঢেলে দিল”।

খুব দ্রুততম সময়ের মধ্যে ফরহাদ মজহার সাহেবকে উদ্ধার করা হয়েছে। যেভাবে এবং অবস্থায় তাঁকে উদ্ধার করেছে সরকারের নিরাপত্তা বাহিনী, তাতে কোথাও এখনো বোঝা যায়নি যে ফরহাদ মজহার সাহেব (সরকার কতৃক) “গুম” হয়েছিলেন। তবে তিনি সুস্থ্য অবস্থায় ফিরে এসেছেন, সেজন্য আমরা সবাই স্বস্থিবোধ করছি। এখন আপনার উপরের হটকারী কথাগুলো কিভাবে ফিরিয়ে নেবেন, যদি দয়া করে বলতেন, ভাল হতো।

যাইহোক, যেদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের একজন সর্বোচ্চ শিক্ষিত শিক্ষকের রুচির পরিচয় যখন ‘একদলা’ হীনমন্যতায় প্রকাশ পায়, সেদেশে শেখ হাসিনার সরকার যে কতটা অসহায়, তা অবশ্যই অণুমেয়।

আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো, আগামীতে আপনার মত সুউচ্চ অবস্থান থেকে এসব রুচিহীন, লাগামহীন ও কান্ডজ্ঞানহীন অপপ্রলাপ থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ আপনাকে এরূপে মানায় না এবং এভাবে জাতীকে বিভ্রান্ত করা উচিত নয়। আপনার সার্বিক মঙ্গল ও সুস্থ্যতা কামনা করছি।

শুভেচ্ছায়,

সাব্বির খান