এ বছরের বাজেটে ৪১০০০ কোটি টাকা রাখা আছে বিদেশি / দেশি ঋণের সুদ মেটানোর জন্য । অদুর ভবিষ্যতে বিদেশে শ্রমিকের চাহিদা আরও কমে যাবে , আয় কমে যাবে । ঋণ করে বিশ্বের সবচেয়ে দামি রাস্তা, রেল লাইন, ফ্লাই ওভার, সেতু বানিয়ে সুখের স্বপ্নে বিভোর থাকলে থাকতে পারেন, সময় খুব একটা নেই।
ভারতে মোদী ক্ষমতা পাকা পোক্ত করতে যেয়ে গরু নিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে, মানুষকে পিটিয়ে মেরে গরুর সম্মান রক্ষার মত জঘন্য কাজ করছে । সেই সুযোগে মমতা মুসলমান ধাড়ি বদমাশগুলিকে মাথায় তুলেছে , বাংলাদেশের জামাতিদের টাকা পয়সা দিচ্ছে । মাঝ থেকে মুসলমানদের লেখা পড়া চাঙ্গে। মুসলমানরা এমনিতেই পিছিয়ে পড়েছিল , এখন আরও পিছিয়ে পড়বে ।
পশ্চিম বাংলায় দাঙ্গা লেগে যায় যায় অবস্থা । বাকি ভারতে মুসলমান এত দুর্বল যে দাঙ্গা লাগবে না – চুপ করে মার খাবে , ঠিক যেভাবে আমাদের এখানে হিন্দুরা চুপ করে মার খাচ্ছে । দাঙ্গা করতে হলে তো নুন্যতম শক্তি লাগে তাই না !
যারা যুদ্ধের বীরত্ব প্রচার করে – তাদের একবার বলুন না উনার নিজ সন্তানকে যুদ্ধে পাঠাবে কিনা ? যারা দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে – তারা কি একবারও বুকে হাত দিয়ে বলতে পারবে যে দাঙ্গা লাগলে ভারতের ২০ কোটি মুসলমানকে সে নিরাপত্তা দিতে পারবে ? খাওয়াতে পারবে ? আশ্রয় দিতে পারবে ? মানুষের জীবনের, স্বপ্নের দাম না হয় হিসাব নাই করলেন !
এইসব সমস্যা নিয়ে ভাবুন। সমস্যা বিশাল এবং একেবারে ঘাড়ের ওপর