দেশের আড্ডা

এক বড় ভাই সেদিন দেশ থেকে ঘুরে এসেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম,- কি ভাই, কেমন দেখে আসলেন? দেশের খবর কি? কেমন আছে দেশের মানুষেরা? আপনার নিজের চোখে কি দেখে আসলেন? বলেন প্লিজ। বড় ভাই বললেন,- দেশের মানুষ ভাল আছে। দেশ নিয়া এতো টেনশানের কিছু নাই।

আমি বললাম,- কি বলেন ভাই? আমি তো জানতাম দেশের মানুষ ভাল নাই। দেশে দূর্নীতি আর সন্ত্রাসে ছেয়ে গেছে, মানুষের পকেটে পয়সা নাই, চাকরী-বাকরী নাই, অসংখ্য মানুষ ঠিকমতো খেতে পায়না। যারা খায়, তারাও সবাই ভেজাল আর ফর্মালিন খায়। ট্রাফিক জ্যামের কারনে ঘর থেকে নাকি বের হওয়াই বিপদ। বিদ্যুত, গ্যাস আর পানিও নাকি নাই ঠিক মতো?
বড় ভাই,- তোমাগো মিয়া কাম-কাইজ নাই, বিদেশে বইস্যা সারাদিন দেশ নিয়া টেনশান কইরা মাথা খারাপ কর। আর পাইছো একখান ফেসবুক, কিছু শুনলেই ফেসবুকে লেইখ্যা মাইনষের টেনশান বাড়াও আর নিজেরও সময় নষ্ট কর। আমিতো নিজে দেইখ্যা আসলাম, দেশের মানুষ খুব ভাল আছে। মানুষ খায় দায় আর সারাদিন ঘরে বইস্যা টিভিতে নাটক দেখে, নইলে ক্রিকেট খেলা দেখে। তোমার মতো পোলাপানরা সারাদিন শাহবাগে আড্ডা মারে। তুমি নিজেই মিয়া বিদেশে ভাল নাই, বুঝলা? 

বললাম,- জি ভাই? আমি কেন ভাল নাই?

বড় ভাই,- এই যে বিদেশে একা একা কাজ কইরা লাইফটা পার করতাছো, বয়সটা বাড়াইয়া বুড়া হইতাছো, তা আড্ডা দিবা কখন? জীবনে আড্ডার চেয়ে আবার সুখের কিছু আছে নাকি? যাও মিয়া দেশে যাও। কয়দিন আড্ডা মাইরা আসো। বুঝবা, দেশে আসলেই কি সুখ।