মদদ

নেট ঘেটে ক্রলিং করতে করতে দি ইন্ডিয়ান টাইমসে গেলেন, সেখানকার ইংরেজী লেখা বুঝতে পারলেন না, আপনাদের ইচ্ছেমত বাংলা অনুবাদ করলেন। বললেন, ” শাহবাগ আন্দোলনে ভারতের মদদ রয়েছে”, এর আগেও আপনারা বের করেছেন এই শাহবাগ আন্দোলনে আওয়ামীলীগের মদদ আছে, আপনারা অনেক কিছু আবিষ্কার করেছেন, করতে পেরেছেন জনাব। ধন্যবাদ আপনাদের। শুধু একটা জিনিস জেনেও ভুলে যান। আসেন মনে করিয়ে দেই…

এই আন্দোলনে একমাত্র এবং একমাত্র এবং একমাত্র এবং একমাত্র এবং একমাত্র এবং একমাত্র মদদ রয়েছে ৩০ লক্ষ বা তারো অধিক স্বজনের রক্তের ঋণ আর ৪ লক্ষ বা তারো অধিক নির্যাতিত মা, বোন, শিশুদের সেইসব ত্যাগ।

এইবার আপনারা আপনাদের নোংরা, কদর্য, কুৎসিত, কাদাময়, অসভ্য, অভব্য, ইতর মাথা দিয়ে আরো আরো আরো আরো আরো আর আর আরো মদদ বের করতে থাকেন।

আমি আমার স্বজন হত্যার বিচার চাই। কথা একটাই।