আমি নাস্তিক এটা যত্রতত্র প্রচার করে বেড়ানোর কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করিনা। তারপরও বিভিন্ন সময়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কখন কিভাবে আমি নাস্তিক হলাম,তাই পূজার ছুটিতে এ ব্যপারে বড় একটা লেখা পোষ্ট করার চেষ্টা করব,তাতে আমার অনেক প্রগতিশীল বন্ধুদের স্ববিরোধীতার কথা উল্লেখ থাকবে।আমি যে নাস্তিকতার চর্চা করি,তাতে নারীবাদ অবশ্যই আছে। ফেসবুকে কারো নাস্তিকতার লেখায় আমি দ্বিমত পোষন করতে পারি,প্রয়োজনে চাছাছোলা কিছু কথা বলে দিতে পারি,কিন্তু যেহেতু আমি নারী নই,তাই কোনো নারীবাদীর ত্রুটির কথাও বলতে পারিনা নোংরা ছেলে বান্ধবীদের কারনে।আসুন মৌলানা দূরের পাখির সুবাদে জানি ছেলেবান্ধবী কাকে বলে–“অনেকেই বুঝে উঠতে পারছেন না ঠিক কোন পর্যায় থেকে নারীবাদের সমর্থক কাউকে ছেলেবান্ধবী বা বেটা মেইল বা কাক (cuck) বলা হচ্ছে।আর দুঃশ্চিন্তা,দুর্ভাবনা,কনফিউশন নয়।আপনার বোধগম্যতাকে ঝালাই করে নিন।
নিজেদের ইচ্ছানুযায়ী,নিজেদের পছন্দমত নারীদের নিজের জন্য জীবন বাছাই করে নেয়ার অধিকার আছে। সমাজের অন্য সব নাগরিক যেসব অধিকার,যেসব সুযোগ-সুবিধা,যেসব সহায়তা পায়,সেগুলো নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে সবার পাওয়া উচিৎ এই বিশ্বাস,চেতনা,বোধ যদি আপনার থাকে তাহলে আপনি জাস্ট সাধারন বোধ-বুদ্ধিসম্পন্ন মানুষ। যদি এই বোধের কারণে আপনি নিজেকে নারীবাদী বলে দাবী করতে চান,তাহলে সেটাও আপনার ইচ্ছা।
আপনাকে ছেলেবান্ধবী তখনই বলা হবে যখন আপনি নারীবাদী দাবীকারী কারো উদ্ভট ও অযৌক্তিক দাবীতে যৌক্তিক বোধের বাইরে নানান রকম ঐতিহাসিক বালছালের কথা তুলে সহমত বা সহনশীলতা প্রকাশ করবেন তখন। যেমন ধরেন,একজন নারী যখন আরেকটা নারী শিশুর উপর ভয়ানক নির্যাতন চালানোর পরে কেউ বললো যে নারী আরেক নারী শিশুর উপর ভয়ানক নির্যাতন চালিয়েছে সে কোন না কোন কারণে আরেক পুরুষের দ্বারা নির্যাতিত হয়েছে বলেই এ ধরণের আক্রমণ চালিয়েছে,বা সেই শিশুর নিশ্চয়ই কোন বড়সড় দোষ আছে বলেই নারী এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছে।আপনি যদি এইসব দেখেও এখানে কোন না কোন কিন্তু আছে,অথবা নারীবাদের সামগ্রিক দিকপ্রকৃতি বিবেচনায় এতটুকু অযৌক্তিকতাকে এড়িয়ে যাওয়া উচিৎ বলে মনে করেন তাহলে আপনাকে ছেলেবান্ধবী বলা হবে।
অথবা ধরেন কেউ বললো ধর্ষণ যেহেতু কেবল পুরুষই করতে পারে সেহেতু সব ছেলে বাচ্চা জন্মের পরে তাদের মুখে নুন দিয়ে মেরে ফেলা উচিৎ অথবা সব ছেলেদের ধরে ধরে খোঁজা করে দেয়া উচিৎ। এখানে যদি আপনি মনে করেন যে অনেক বছর ধরে নারীরা নির্যাতিত হয়ে আসছে তাই তাদের এরকম দুএকটা উদ্ভট দাবীকে সমালোচনা না করে বরং তাদের হতাশা বুঝা উচিৎ, তাহলে আপনি একজন ছেলেবান্ধবী,বেটা মেইল,কাক।
অথবা ধরেন সামাজিক ক্ষমতা ও প্রতিপত্তির জোরে একজন নারী আরেকজন পুরুষের উপর অবিচার ও নির্যাতন করলো। এখানে যদি আপনি মনে করেন যে নারীরা যেহেতু দীর্ঘকাল পুরুষের হাতে নানান-রকম নির্যাতনের শিকার হয়ে আসছে সেহেতু একটা পুরুষের উপর ক্ষমতাশীল একটা নারীর এ নির্যাতনে কিছু যায় আসে না বা উচিৎ বিচার হইছে,তাহলে আপনি একজন ছেলেবান্ধবী।
সোজা কথা আপনি যদি নারীবাদের সমর্থন করতে গিয়ে স্বাভাবিক বিচার-বুদ্ধি ও যৌক্তিকতাবোধ হারিয়ে ফেলেন অথবা বালছাল প্রেক্ষাপট বিবেচনায় স্বাভাবিক বিচার-বুদ্ধি ও যৌক্তিকতাকে পাশ কাটানোর দাবী তোলেন তাহলেই আপনাকে ছেলেবান্ধবী বলা হবে”