ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কোলের এই সন্তানটির জন্মের সময় তার স্ত্রী মারা যান।
তারপর থেকে মা এবং বাবা দুটি ভূমিকা এক সাথে পালন করে যাচ্ছেন তিনি।
বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য হয়তো আর কেউ নেই কিংবা সে হয়তো বাবা ছাড়া অন্যকারো কাছে থাকতে চায় না তাই বাচ্চাকে এইভাবে ক্লাসে নিয়ে আসেন তিনি।একদিকে পালন করছেন পেশাগত দায়িত্ব আরেকদিকে বাচ্চারও খেয়াল রাখছেন, বুকের সাথে জড়িয়ে রেখেছেন।
অনেক ভালবাসা এবং শ্রদ্ধা এই বাবার জন্য।
সন্তান জন্মের সময় মা’কে হারানোর কষ্টের কথা অনেক শুনেছি। এক দিকে স্ত্রীকে হারানোর কষ্ট অন্যদিকে সন্তানের লালন পালন তাকে সঠিক যত্ন দিতে গিয়ে গভীর সমুদ্রে পড়ে যান সে সব বাবারা। এ ছবিটা সে সব বাবাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
বাবাদের জন্য ভালোবাসা।