১৯৭৫ সালে আওয়ামী লীগ থেকে বাকশালে (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) রূপান্তরিত দলটির আলোচনা সভায় অন্যান্য অতিথির সঙ্গে শ্রোতার সারিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর তদানীন্তন উচ্চ পদস্থ কর্মকর্তা জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া। দৈনিক সংবাদের ৮ মার্চের পত্রিকাতে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় এবং সেই সাথে একটি ছবিও প্রকাশিত হয়। েই ছবিতে দেখা যাচ্ছে যে বাকশালের আলচনা সভার ঐ অনুষ্ঠানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াও শ্রোতাদের কাতারে ছিলেন। ছবির ক্যাপশনে লেখা অাছে- ‘৭ মার্চ বাকশাল অায়োজিত সভায় উপস্থিত শ্রোতাদের একাংশ’ (দৈনিক সংবাদ, ৮ মার্চ, ১৯৭৫)। আওয়ামীলীগকে বাকশাল বলে সমালোচনা করার সময় বেগম খালেদা জিয়ার এইসব ছবি কিংবা তথ্যের কথা খুব সম্ভবত মনে থাকেনা।