শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক এবং সমাধান

শহীদের সংখ্যা নিয়ে অবশ্যই বিতর্ক আছে।

৩০ লক্ষ আসলে আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এদেশে শহীদ মাত্র ৫ জন। যারা শহীদের সংখ্যা নিয়ে কনফিউশনে আছেন তাদের জন্য এই পাচ জনের তালিকা দিচ্ছি–

১। শহীদ কাদের মোল্লা
২। শহীদ কামারুজ্জামান
৩। শহীদ মুজাহিদ
৪। শহীদ সাকা চৌধুরী
আর হ্যা, অবশ্যই
৫। শহীদ জিয়া।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আগামী কয়েকবছরে এই জালিম সরকারের কারনে শহীদের সংখ্যা আরো কয়েকজন বৃদ্ধি পাবে।

আশা করি এবার বিতর্কের অবসান হবে।