১৯১৬ সালের ২৪ শে এপ্রিল ইস্টার এর ছুটির সময় আইরিশ ন্যাশনালিস্টদের একটা দল আইরিশ রিপাব্লিক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দখলদার ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেই বিদ্রহিরা সংখ্যায় ১৬০০ জন । তারা ডাবলিন শহরের কিছু গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছিল।
তারপর ব্রিটেন তার স্বভাব সুলভ হিংস্রতায় ঝাঁপিয়ে পড়েছিল, রক্ত গংগা বয়ে গিয়েছিল।
দ্য ফগি ডিউ – সেই রক্তাক্ত ইতিহাসের স্মরণে একজন খ্রিস্টিয়ান ধর্ম যাজক চার্লস ও নীল এই গানটা লিখেছিলেন । যুগ যুগ ধরে গাওয়া হচ্ছে ।
বিখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও কনর গেয়েছেন সাথে ছিল আইরিশ ব্যান্ড দ্য চিফটেইন্স।
আইরিশদের সংগ্রাম সম্পর্কে জানতে চাইলে ইস্টার রাইজিং বা মাইকেল কলিন্স লিখে সার্চ দিন – প্রচুর তথ্য পাবেন ।
The Foggy Dew
I was down the glen one Easter morn
To a city fair rode I
There armed lines of marching men
In squadrons passed me by
No pipe did hum, no battle drum did sound it’s loud tattoo
But the Angelus Bells o’er the Liffey swells rang out in the foggy dew
Right proudly high in Dublin town
Hung they out a flag of war
‘Twas better to die ‘neath that Irish sky
Than at Sulva or Sud el Bar
And from the plains of Royal Meath
Strong men came hurrying through
While Brittania’s huns with their long range guns
Sailed in through the foggy dew
Their bravest fell and the requiem bell
Rang mournfully and clear
For those who died that Eastertide in the
Springing of the year
While the world did gaze with deep amaze
At those fearless men but few
Who bore…