কেউ নিরাপদ নয় সেই ধর্মটির কাছে

একটি ধর্মের রক্ষকদের কাছে হিন্দুরা নিরাপদ নয়, বৌদ্ধরা নিরাপদ নয়, খ্রিষ্টানরা নিরাপদ নয়, ইহুদীরা নিরাপদ নয়, অগ্নিপুজারিরা নিরাপদ নয়, বাউল সন্ন্যাসীরা নিরাপদ নয়, নারীরা নিরাপদ নয়, সমকামীরা নিরাপদ নয়, ধর্মত্যাগীরা নিরাপদ নয়, নাস্তিকরা নিরাপদ নয়, আদিবাসীরা নিরাপদ নয়, কাদিয়ানীরা নিরাপদ নয়, শিয়াদের কাছে সুন্নিরা নিরাপদ নয়, সুন্নিদের কাছে শিয়ারা নিরাপদ নয়। এমনকি, সেই ধর্মের একজন প্রচারক, একজন ধর্মবিষয়ক উপস্থাপকও সামান্য মতবিরোধের কারণে নিরাপদ নয়। সামান্য ভিন্ন মতাবলম্বীর জায়গা নেই, সে আর নিরাপদ নয়। ঘরে ঢুকে জবাই করে চলে যাবে, রাস্তায় ফেলে গলা ফাঁক করে দিয়ে যাবে ধর্মের রক্ষকেরা।

সেই ধর্মটিকে বলা হয় শান্তির ধর্ম।