প্রশ্নটা ছিলো বিচারপতি নাসিম পদত্যাগ করবার পরে কি সাঈদীর বিচার নতুন করে প্রথম থেকে শুরু হবে কি-না? এর উত্তরে আমরা খুবই সহজ ও পরিষ্কার ভাবে আন্তর্জাতিক অপরাধ আইনের ধারা ৬ এর উপধারা ৬ দেখিয়ে বলেছি দেখুন সেখানে কি লেখা রয়েছে।
সেখানে ক্লিয়ারলি বলা রয়েছে যে একজন বিচারপতি যেখান থেকে বিচার শেষ করেছেন তার যাবার আগার পর্যন্ত ঠিক সেখান থেকেই বিচার শুরু হবে, এবং বিচার প্রথম থেকে করবার জন্য ট্রাইবুনাল বাধ্য নয়। অনেক পন্ডিত প্রশ্ন তুলেছেন, সেখানে তো পদত্যাগের কথা লেখা নেই। তাহলে পদত্যাগ করলে কি হবে? এটা সত্যকার অর্থে একটা ছাগলের মত কথা। সেজন্যই আজ শুধু এই আইনের সেকশান ৬ এর উপধারা ৪ এবং ৫ দুটো সহ ৬ উপধারাও উঠিয়ে দিলাম যেখানে খুব খুব স্পষ্ট করে লেখা রয়েছে “যে কোনো কারনে”, এই যে কোনো কারনে সব কিছু কাভার করবে।
এই সামান্য ব্যাপারটি না বুঝবার তো কোনো কারন আমি দেখিনা। ট্রাইবুনাল থেকে বিচারপতি জহির পদত্যাগ করেছিলেন কিছুদিন আগে। তক্ষণ কি নতুন করে বিচার শুরু হয়েছিলো? যত্তসব ছাগলের বাচ্চার মত কথা বার্তা। শুনলেই মনে হয় থাপড়িয়ে দাঁত ফেলে দেই। এইসকল প্রোপাগান্ডার মূলে যেসব বিজ্ঞ আইনজীবিরা রয়েছে তাদেরকে এই আইনের ১১(৪) এর ধারায় বিচারে প্রতিবন্ধকতা তৈরী করছে এই মর্মে শাস্তি দেয়া উচিৎ। বদমাশের বদমাশ কোথাকার!!! ফাজলামীর একটা সীমা থাকা দরকার!!!