ডোনাল্ড ট্রাম্প খারাপ, সাম্প্রদায়িক। অথচ ট্রাম্প ক্ষমতায় আসলেও আমেরিকাতে মসজিদ ভাঙা হবে না, মুসলমানদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট করা হবে না, ভূমি-সম্পত্তি লুটপাট করা হবে না, মুসলিম মেয়েদের গণহারে ধর্ষণ করা হবে না।
শেখ হাসিনা অনেক ভালো, অসাম্প্রদায়িক! অথচ হাসিনার সরকারের সময়ে এই দেশে অনুসলিমদের ৯০০ বাড়িঘর কয়েকদিনের ব্যবধানে ধ্বংস করা হয়, উপসনালয়ে হামলা চলে, হাসিনার সরকারের আমলে অমুসলিম নারীদের আত্মরক্ষায় তিতাস নদীর পানিতে ডুবে থাকতে হয়। আর একই সময়ে হাসিনার সরকারের মন্ত্রী নির্লজ্জভাবে ঘোষণা দেয়,’দেশে অমুসলিমেরা নিরাপদ!’
নাসিরনগরে হিন্দুদের বাড়িতে আবারও আগুন দেওয়ার মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের সেক্যুলারিজমের পাশাপাশি একাত্তরের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখে ইসলামের উদারতা, একাত্তরের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ এই তিন মিলিয়ে হিন্দুদের এই দেশ থেকে শূন্য হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
বুঝতে হবে বাঙালি মুসলমানের অসাম্প্রদায়িকতা কি আর ট্রাম্পের সাম্প্রদায়িকতা কি!