আমার দেশের মানুষ এত নিচু মনের, ভাবতেই ঘেন্না লাগে।
ফ্রান্সের হত্যাকাণ্ডের ঘটনায় সমবেদনা জানাতেও এত দ্বিধাবিভক্ত আমরা !
বাঙালি মানসিকতার কিছু উদাহরন দেই :
* দুনিয়াতে বোমা হামলায় এত মানুষ মরে তখন কান্দেন না, ফ্রান্সে মরলেই কান্দেন?
* পতাকা লাগাইয়া কি বাল ছিড়বেন? অন্য দেশগুলিতে যে মানুষ মরলো সেই দেশের পতাকা লাগান না কেন?
* আইসিস আমেরিকার সৃষ্টি। মুসলিমদের বিভক্ত করার জন্য এইটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র।
* মুসলিম মরলে এত দু:খ নাই, খ্রিস্টান ইহুদি মরলে এত দু:খ কেন?
* ইউরোপ আমেরিকা এত এত সালে মুসলিমদের উপর এই এই অত্যাচার করেছিল। তখন কই ছিলেন? (ভিডিওসহ)
* মুসলমানদের উপর দোষ চাপাবেন না। ইসলাম এই হত্যাকান্ডকে সমর্থন করেনা।
একমাত্র ক্রিকেট ছাড়া বাঙালি জাতি কখনই একত্রিত হতে পারলনা, সেটা যেই উপলক্ষই হোক না কেন।