ঈশ্বরকে কহিলাম, ” প্রভু মনের ইচ্ছা পূরণ করো ”
ঈশ্বর কহিলেন, ” যা ইচ্ছা চাহিতে পারো ”
বলিলাম, ” এক কোটি টাকা দেন ”
ঈশ্বর বলিলেন,” অর্থনৈতিক মন্দা, অন্য কিছু চাও ”
একটু ভেবে বলিলাম , ” বাংলাদেশে মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা, ব্লগারদের হত্যার বিচার…”
ঈশ্বর বলিলেন, ” আরে থাম থাম, টাকা ক্যাশে নিবি, না চেকে ”?