দলে দলে বিভক্তি কেবল

রুম্মান বিন ওয়ালী সাব্বির দেশ সেরা একজন ফুটবলার ছিলেন। খেলতেন মোহামেডান স্পোর্টিং এর হয়ে। যেহেতু আবাহনীর সমর্থক ছিলাম তাই সেই টিপিকাল স্বভাবমত কোনোদিন সেটা স্বীকার করতে চাইতাম না। সাব্বিরের কথা কেউ বল্লেই পাল্টা যুক্তি আসত মুন্না, আসলামদের পক্ষ নিয়ে। খুব শৈশব থেকে আমরা পাঠ নিয়েছি দুইভাগে ভাগ হয়ে যাবার।

কি খেলেন দাড়িয়া বান্ধা, কি খেলেন বৌ চি, কি খেলেন সাত চাড়া কিংবা কুতকুত। স্কুলে পড়বার সময় ফুটবল খেলতাম আবাহনী-মোহামেডান দুই ভাগ হয়ে। দুই দলের খেলার দিন সুর করে গান ধরতাম… “ইলিশ মাছের তিরিশ কাটা, বোয়াল মাছের দাঁড়ি। মোহামেডান ভিক্ষা করে আবাহনীর বাড়ী”…চলত এভাবেই।

আমি আর্জেন্টিনার সমর্থক। সুতরাং বিশ্বকাপ এলে পতাকা উঠানো থেকে শুরু করে ঘরে ম্যারাডোনার পোস্টার, ক্যানিজিয়ার পোস্টার কিংবা বাতিস্তুতা আর ভেরন-ওর্তেগা’র পোস্টারে সব ভরে ফেলতাম। আমাদের দেশে বিশ্বকাপ বড় উৎসবের ব্যাপার। ব্রাজিল সমর্থককে একা পেলে ট্রল করতাম। রিভালদো, রবার্তো কার্লোস, রোমারিও, ডুঙ্গা, রোনালদিনহো রা যতই ভালো খেলুক না কেন কে স্বীকার করে এসব? আমার জন্য ভালো খেলোয়ার মানে ম্যারাডোনা, ক্যানিজিয়ারা…

সারাটা জীবন মানুষকে কেবল দলে দলে ভাগ হয়ে যেতে দেখে ভালো খেলার প্রশংসা করা ভুলে গেছি, ভালো কথার প্রশংসা করা ভুলে গেছি, এপ্রিশিয়েট করা ভুলে গেছি। সৌন্দর্যকে এখন আর চোখে লাগে না। চোখে লাগে আমার দল, আমার ভালো লাগা, আমার পছন্দ, আমার ইগো, আমার…আমার…আমার…আমার…আমার…সব কিছু আমার, আমি, আমি, আমরাতে ভরপুর

বিশ্বকাপ আসবার পর দেখলাম আর্জেন্টিনার কঠিন সমর্থকেরা ফটোশপে নেইমারকে একজন ভিক্ষুক বানিয়ে দিয়েছেন, আর ব্রাজিলের সমর্থকেরা একটা মাছির মুখে মেসিকে বসিয়ে দিয়েছেন। পুরো ব্যাপারটি হয়ত আনন্দের, মজার কিংবা একটা উপলক্ষ মাত্র। বাঙালি আমুদে জাতি। উৎসবের জাতি। হয়ত সে কারনেই এমন ভিন্ন দলীয় হয়ে ওঠা কিংবা দলে দলে ভাগ হয়ে এমন জীবন ধারন করা…

আমি আসলে এসব বিশ্লেষন করবার মত বিশ্লেষক নই সুতরাং জানিনা কোনটা ঠিক কিংবা কোনটা বেঠিক। কিন্তু এতটুকু বুঝতে পারি, দলে দলে ভাগ হয়ে যাওয়াতে খেলার সৌন্দর্য, খেলার ভেতরের যে ভীষন আনন্দের ব্যাপারগুলো রয়েছে সেসব পুরোটা আমরা নিতে পারিনা। হয়ত এই বিশ্বকাপেই কোনো তরুন ব্রাজিলের পরাজয়ে আত্নহত্যা করে বসবে কিংবা কোনো তরুন আর্জেন্টিনার পরাজয়ে। কোনো জেলা বা উপজেলা শহরে সংঘর্ষ হবে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের মধ্যে। হয়ত এরই মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার পতাকা কত বড় সেটি নিয়ে…

জীবনের ঠিক এই পর্যায়ে এসে চোখ স্থির করে কেবল চারিদিকে তাকাই…দেখি…অনাহুত অতিথির মত। দল, দলীয়, উপদল, উপ উপ দল, গোত্র, সমাজ, সমাজের ভেতর সমাজ, দলের ভেতর দল…