নবী ও তার বংশধরদের ধারাবাহিক অপমৃত্যুর কারণ

নবী ও তার বংশধরদের ধারাবাহিক অপমৃত্যুর কারণ কি? এখান থেকে কি তাদের জন্য কিছু শিক্ষণীয় আছে? মৃত্যুশয্যায় নবী মুহাম্মদ প্রায় বলতেন, ‘হে আয়িশা, খায়বার এ যে খাবার আমি খেয়েছিলাম সেই (ইহুদীর বিষের) বেদনা আমি এখনো অনুভব করছি। আমার মনে হচ্ছে, আমার রক্তনালী যেন ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের কারণে…(সহি বুখারি, ৫ম খণ্ড, বই ৫৯, হাদিস ৭১৩)।

খয়বরে বিষ মাখানো বকরির মাংস মুখে দিয়ে বিষ বুঝতে পেরে মুহাম্মদ মুখ থেকে মাংস ফেলে দিয়েছিলেন(সহি বুখারী, খন্ড-৭, অধ্যায়-৭১, হাদিস-৬৬৯)। সেই বিষ কিছুটা কি তার পেটে যায়নি? কারণ এরপর থেকেই তিনি অসুস্থ হতে থাকেন। এ কারণেই নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসাউদ বলেছিলেন, ‘আমি দরকার হলে ৯ বার কসম খেয়ে বলতে পারব, রাসুল (স)-কে হত্যা করা হয়েছে, কারণ আল্লাহ্ তায়ালা তাঁকে নবী করেছেন, আর করেছেন শহীদ’।

এখন থেকেই শুরু হয়েছিল। তারপর ইসলামের বিজয় হলো। মুমিনদের কাছে প্রশ্ন, তখন তো ইহুদী-খ্রিস্টান পৌত্তলিকরা ছিল না, তাহলে কেন নবীর পুত্রসম কাজিন শেরে খোদা হযরত আলী নামাজ পড়া অবস্থায় তরবারির আঘাতে মারা যান? মৃত্যু সাল জানুয়ারি ২৬, ৬৬১। আরো জানতে: https://en.wikipedia.org/wiki/Assassination_of_Ali#Death

নবী কন্যা হযরত ফাতেমা তার আগেই অত্যন্ত নির্মমভাবে মারা যান। ফাতেমার গর্ভপাত ঘটেছিল হযরত উমার নির্দেশে তার চাকর ফাতেমার পেটে তলোয়ারের বাট দিয়ে আঘাত করার ফলে। অতিরিক্ত রক্তক্ষরণ ছিল ফাতেমার মৃত্যুর কারণ। জান্নাতে মহিলাদের সর্দানীর এহেন অপমৃত্যু কারণ কি? তাও উমার মত বেহেস্তি পুরুষের নির্দেশে! (তথ্যসূত্র:(দালায়েল উল ইমামাহ-২৭)

এবার আসুন দেখি নবী বংশের বাকী সদস্যদের কপালে কি ঘটেছিল- আলী-ফাতেমার পুত্র হাসান-হুসাইয়ের কপালে কি ঘটেছিল সেটা সবাই জানে। একজনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল আরেকজন ইয়াজিদের হাতে জবাই হয়েছিল। ইয়াজিদ একজন মুসলমান।

নবী বংশের অপমৃত্যুর এখানেই শেষ নয়। হুসাইনের ছেলে জইনুল আবেদীনকেও বিষ প্রয়োগে হত্যা করা হয় ৭১২ খ্রিস্টাব্দে। তার ছেলে আল বাকিরকেও বিষ খাইয়ে হত্যা করা হয় ৭৩৩ সালে। বাকির ছেলে জাফর সাদিক, তার ছেলে মুসা আল কাজিম, কাজিমের ছেলে আর রিযা- এদেরকেও বিষয় প্রয়োগে হত্যা করা হয়েছিল। এরপর আরো তিন-চার প্রজন্ম নবী বংশের ইমামদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল। এর কারণ কি? এই অভিশপ্ত বিষ প্রয়োগের ধারাবাহিকতা শানে নাযুলটা কি মুমিন ভাইয়া? ইসলাম নামের যে বিষবৃক্ষটার জন্ম দিয়েছিলেন নবীজি- একি তারই প্রায়শ্চিত্ত? মক্কা-মদিনার অসংখ্যা মায়ের কোল খালি করার যে খেলা ইসলাম শুরু করেছিল একি তারই সচেতন প্রতিশোধ ছিল?

আরো কিছু রেফারেন্স-
https://en.wikipedia.org/wiki/Ali_al-Hadi#Death
https://en.wikipedia.org/wiki/Hasan_al-Askari#Death
https://en.wikipedia.org/wiki/Muhammad_al-Baqir#Death