শুইনা মুসলমান

আজীবন জানতাম সত্য ও ন্যায়ের জয় হয়। চোখের সামনে অন্যায়ের জয় হচ্ছে।
যারা নিজেদের আস্তিক দাবি করতেছে, নাস্তিক ব্লগার দের ফাঁসি চাচ্ছে, তাদের প্রোফাইল এ গিয়ে দেখি সানি লিওনি এর পেজ এ লাইক দেয়া। একজন ও নামাজ পরে না। সারা বছর আল্লাহ খোদার নাম নাই। এরাই ধর্ম রক্ষার নামে চিক্কুর পারতে পারতে গলা ব্যাথা করে ফেলছে।
হায়রে মমিন!
একেই বোধহয় বলে ” শুইনা মুসলমান”