ধর্মীয় সম্প্রীতি শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ

রামু বা নাসিরনগরের মতো ঘটনার সাথে যারা জড়িত ছিলো তাদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে? ওকে বাদ দিলাম রামুর কথা, স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ অবধি এই সাম্প্রদায়িক হামলাগুলোর কি কোন বিচার হয়েছে? এই যে পূজো আসলেই প্রতিমা ভাঙচুর, দিনে রাতে সুযোগ বুঝেই মন্দির ভাঙচুর এগুলোর কোন বিচার কি আজ পর্যন্ত হয়েছে? আমাকে একটা এক্সাম্পল দিন, জাস্ট একটা উদাহরণ আমাকে দিন যে এই মামলাগুলোর রায় হয়েছে বা কারো সাজা হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি শুধু কাগজে কলমে আর পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ। যে সরকারই ক্ষমতায় আসুক এসবের বিচার কেউ করেনি আর করবে বলেও মনে হয়না। হিন্দুদের সম্পত্তি বিএনপি আসলে যেমন দখল হয় তেমনি আওয়ামী লীগ আসলেও। রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে নানা বিভাজন থাকলেও মন্দির ভাঙ্গা, হিন্দুদের জমি দখলে তারা ঠিকই সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠা করে। তাই বড় বড় বুলি কপচানোর আগে একটু পরিসংখ্যানগুলো দেখবেন। আর প্রিয়া সাহা যদি সঠিক পরিসংখ্যান দিয়েও বলতেন তাহলেও তার পক্ষে এক লাইন লেখা আমার পক্ষে সম্ভব না, কেননা বিচার করার ট্রাম্প কে? হো ইজ হি? প্রিয়া সাহার বক্তব্যের বিরুদ্ধে বলতে গিয়ে যারা তার পরিবারের ছবি ভাইরাল করছেন, স্বামী সন্তানের ছবি ভাইরাল করছেন তারাও অন্যায় করছেন। ভুল কিছু বলেছেন প্রিয়া সাহা , তার স্বামী বা সন্তানেরা না। তাই তাদের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দেবেন না। এটা একটা রিকুয়েস্ট!