সমকামীদের বৈধতা এবং অধিকার সমূহ স্বীকৃতির পথে বড় একটি বাধা হচ্ছে সমকামীদের নিয়ে চরম অজ্ঞতা। বর্তমানে সমকামীদের নিয়ে কথা উঠলেই এ রকম কিছু অজ্ঞ ব্যক্তির মুখে শোনা যায় ” প্রাণিরাও সমকামিতার মতো নিখৃষ্ট!কাজ করে না,অথচ মানুষ হয়ে সমকামিতা করে”। কুয়োর ব্যাঙ যেমন কুয়োকেই বিশাল কিছু ভাবে ঠিক এই ব্যক্তিগুলোও নিজেদের কয়েকটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ জ্ঞানকে বিশাল কিছু ভাবে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তথাকথিত শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এ রকম অজ্ঞতা দেখা যায়। কারণ উক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থা কয়েকটি সেকেলে মার্কা ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনই ধর্মীয় ঘরানার যে এসব প্রতিষ্ঠানে যৌনতা নিয়ে যথেষ্ট সুষ্ঠ শিক্ষা ব্যবস্থা নেই। কিন্তু এসব অজ্ঞতা যখন ব্যক্তি জীবনের গন্ডি পেড়িয়ে সমাজ ও রাষ্ট্র জীবনে ছড়িয়ে দেয়ার অপচেষ্টা এবং অপরকে তা মানতে বাধ্য করা হয় তখন এসব অজ্ঞতা এবং সংকীর্ণ চিন্তাধারার প্রতিরোধ আবশ্যক হয়ে যায়।এবার বিভিন্ন গবেষণা থেকে প্রাণীজগতে সমকামিতার অস্তিত্ব তুলে ধরে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হল। প্রাণী জগতে সমকামিতার ব্যাপারে জীববিজ্ঞানী পিটার বকম্যানের উক্তিটি দেখুন:
“No species has been found in which homosexual behaviour has not been shown to exist, with the exception of species that never have sex at all, such as sea urchins and aphids. Moreover, a part of the animal kingdom is hermaphroditic, truly bisexual. For them, homosexuality is not an issue.” (a b c News-medical.net (2006)।
প্রাণি জগতে সমকামিতা নিয়ে ব্রুস ব্যাগমিল ” বায়োলজিকাল এক্সুবেরেন্স ” নামে একটি গবেষণামূলক বই প্রকাশ করেন। সেখানে তিনি সমকামী প্রাণীজগৎ এর একটি বিশাল তালিকা প্রকাশ করেন। তালিকা থেকে সমকামী কিছু প্রাণীর নাম তুলে ধরা হল:
1. Acanthocephalan Worms
2. Acorn Woodpecker
3. Adelie Penguin
4. African Buffalo
5. African Elephant
6. Agile Wallaby
7. Alfalfa Weevil
8. Amazon Molly
9. Amazon River Dolphin
10. American Bison
11. Anna’s Humminbird
12. Anole sp.
13. Aoudad
14. Aperea
15. Appalachian Woodland Salamander
16. Asiatic Elephant
17. Asiatic Mouflon
18. Atlantic Spotted Dolphin
19. Australian Parasitic Wasp sp.
20. Australian Sea Lion
21. Australian Shelduck
22. Aztec Parakeet
23. Bank Swallow
24. Barasingha
25. Barbary Sheep
26. Barn Owl
27. Bean Weevil sp.
28. Bedbug and
other Bug spp.
29. Beluga
30. Bangalese Finch (Domestic)
31. Bezoar
32. Bharal
33. Bicolored Antbird
34. Bighorn Sheep
35. Black Bear
36. Black-billed Magpie
37. Blackbuck
38. Black-crowned Night Heron
39. Black-footed Rock Wallaby
40. Black-headed Gull
41. Black-rumped Flameback
42. Black-spotted Frog
43. Black Stilt
44. Blackstripe Topminnow
45. Black Swan
46. Black-tailed Deer
47. Black-winged Stilt
48. Blister Beetle spp.
49. Blowfly
50. Blue-backed Manakin
51. Blue-bellied Roller
52. Bluegill Sunfish
53. Blue Sheep
54. Blue Tit
55. Blue-winged Teal
56. Bonnet Macaque
57. Bonobo
58. Boto
59. Bottlenose Dolphin
60. Bowhead Whale
61. Box Crab
( এই তালিকা আরও বিশাল।এখানে শুধু মাত্র কয়েকটি প্রজাতির প্রাণির উদাহরণ দেয়া হল)
২০০৬ সালের হিসাব অনুযায়ী ১৫০০ প্রজাতির প্রাণির মধ্য সমকামীতা পাওয়া গেছে। (1500 animal species practice homosexuality, www.news.medical.net/ news/2006/10/23/20718.aspx )। ৩০০ এর বেশি মেরুদণ্ডী প্রজাতির প্রাণির মধ্যে সমকামিতা পাওয়া গেছে।(Joan Roughgarden, The Genial Gene: Deconstructing Darwinian Selfishness, University of
California Press, 2009)।
এবার দেখে আসি আমাদের চেনা-জানা প্রাণীদের মধ্যে সমকামিতার অস্তিত্বঃ
জিরাফঃ
জিরাফদের সমলিঙ্গের মধ্যে ভালোবাসার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়৷ এমনকি গবেষকরা বলছেন, জিরাফদের মধ্যে শতকরা ৯০ ভাগই সমলিঙ্গের সঙ্গীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়।
বোতলনাক ডলফিনঃ
এই প্রজাতির স্ত্রী ও পুরুষ দুই ধরনের ডলফিনের মধ্যেই সমকামিতা দেখা যায়৷ মুখ এবং নাক দিয়ে স্পর্শ করে সঙ্গীকে আদর করে তারা৷ পুরুষ ডলফিনরা সাধারণত উভকামী৷
সিংহঃ
পশু রাজ সিংহের মধ্যেও সমকামিতা খুবই সাধারণ একটা ব্যাপার৷ দুই থেকে চারটি পুরুষ সিংহ একটি জোট গঠন করে, যাতে সিংহীরা তাদের কাছে আসতে না পারে৷ অন্য জোট থেকে বাঁচতে একে অপরের উপর ভীষণ নির্ভরশীল তারা৷
বাইসনঃ
পুরুষ বাইসনদের মধ্যে সমকামিতা খুবই সাধারণ একটা ব্যাপার৷ কেননা স্ত্রী বাইসনদের সঙ্গে বছরে একমাত্র একবার মিলন হয় তাদের৷ তাই প্রজনন মৌসুমে পুরুষ বাইসনরা একে অপরের সঙ্গে দিনে বহুবার মিলিত হয়৷
বানরঃ
ম্যাকাক প্রজাতির নারী ও পুরুষ বানর – উভয়ের মধ্যে এই প্রবণতা রয়েছে৷ যেখানে পুরুষরা মাত্র একরাতের জন্য সমলিঙ্গের সঙ্গে মিলিত হয়, সেখানে স্ত্রী বানররা নিজেদের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তোলে এবং একে অপরের সঙ্গে থেকে যায়৷
অ্যালবাট্রসঃ
হাওয়াই দ্বীপপুঞ্জের লেসন অ্যালবাট্রসরা তাদের সমকামী বন্ধনের জন্য ভীষণভাবে পরিচিত৷ এরা এতটাই বন্ধনে জড়িয়ে যায় যে পুরো জীবন একসাথে কাটিয়ে দেয়, যেন মনে হবে একটি সন্তান সহ স্বামী-স্ত্রীর সুখি পরিবার৷
বনোবোঃ
পিগমি শিম্পাঞ্জী বা বনোবোকে বলা হয় মানবজাতির সবচেয়ে সাদৃশ্যপূর্ণ প্রাণী৷ তারা খুব অল্প সময়ের ব্যবধানে মিলিত হতে থাকে, এমনকি সমলিঙ্গের সঙ্গে৷ নিজেদের আনন্দের জন্যই এটা করে তারা৷ তবে এটা ঠিক তারা এটাকে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করা এবং দুশ্চিন্তা দূর করার উপায় হিসেবেও মনে করে৷ স্ত্রীদের মধ্যে এই প্রবণতা বেশি৷
রাজহাঁসঃ
অনেক পাখিদের মতো রাজহাঁসরাও একগামী এবং বছরের পর বছর ধরে তারা এক সঙ্গীর সঙ্গে কাটিয়ে দেয়৷ এদের মধ্যে অনেকেই সঙ্গী হিসেবে সমলিঙ্গের হাঁসকে বেছে নেয়৷ শতকরা ২০ ভাগ রাজহাঁস সমকামী এবং তারা প্রায়ই পরিবার গঠন করে৷
সিন্ধুঘোটকঃ
পুরুষ সিন্ধুঘোটক চার বছর বয়সের আগে যৌনসক্ষমতা লাভ করে না৷ এর আগ পর্যন্ত তাদের প্রায় সবাই সমকামী থাকে৷ যখন তাদের চার বছর হয় তখন হয় তারা উভগামী হয়, না হলে কেবল প্রজনন মৌসুমে স্ত্রী সিন্ধুঘোটকদের সঙ্গে মিলিত হয়৷
ভেড়াঃ
গবেষণায় দেখা গেছে, একটি পুরুষ ভেড়ার পালের ৮ ভাগ ভেড়াই সঙ্গী হিসেবে পুরুষদের পছন্দ করে, এমনকি প্রজননের সময়ও৷
এতগুলো উদাহরণ দেয়ার পরও যে সমকামী বিদ্বেষীরা তাদের অজ্ঞতা থেকে সরে আসবে নিশ্চিতভাবে এমনটা আশা করা যায় না। বরং তারা শিক্ষা অর্জন না করে নিজের অজ্ঞতাকে যৌক্তিক প্রমাণ করার নতুন পথ খোঁজা শুরু করবে। পরিশেষে সকল সমকামী বিদ্বেষীদের বলব ইউটিউব থেকে নিচের ভিডিওটি নিজ চোখে দেখে নিজেদের অজ্ঞতাকে উপলব্দি করতে শিখুন।https://youtu.be/5I5N34Q1Bio .
আরো অনেক প্রাণী রয়েছে যাদের মাঝে সমপ্রেমের প্রবণতা প্রাকৃতিক অর্থে বিদ্যমান। আশা করি সংশ্লিষ্ট আরো অনেক তথ্য পরের পোস্ট এ তুলে দিতে পারবো।
তাসনুভা ফেরদৌসী