ব্লু হোয়েল গেম নিয়ে চিন্তার কিছু নেই

যে কারণে ব্লু হোয়েল নিয়ে আমি চিন্তিত না এবং আপনিও হবেন না…

কারণ ১: আমরা বাঙালি। আমাদের ব্যস্ত থাকার জন্য নিত্য নতুন ইস্যু লাগে। ব্লু হোয়েল একটা ইস্যু। আর ইস্যু পেলেই আমরা প্রথমে কয়দিন খুব করে ঝাকাই, ঝাকিয়ে ফেনা তুলি। এক্ষেত্রে রেসিপি হলো-যত বেশি ফেনা তত বেশি মজা। তারপর একসময় ইস্যু পুরোন হয়ে যায়। তখন সেটা ছুড়ে ফেলে দিয়ে নতুন ইস্যুতে মাথা ঘামাই। ব্লু হোয়েলের ক্ষেত্রেও তাই হবে। এখন শুধু নতুন ইস্যু আসবার অপেক্ষা।

কারণ ২: এ বিষয়টা অনেকটা পাগলকে সাঁকো নাড়াতে বারণ করার মতই উষ্কানিমূলক। পাগলকে সাঁকো নাড়ানোর কথা বলে তাকে সাঁকো নাড়ানোর পুরো প্রক্রিয়াটি মনে করিয়ে দেয়ার কোনো মানে হয় না। ব্লূ হোয়েল নিয়ে যত ঘাটবেন তত বেশি ছড়াবে। ঘাটাঘাটি বন্ধ করাটাই এর সবচেয়ে ভালো সমাধান।

কারণ ৩: ব্লু হোয়েল খেলে স্বর্ণা নামের মেয়েটি আত্মহত্যা করেনি। কোন রকম অকাট্য তথ্য প্রমান ছাড়াই নিছক সন্দেহের বশে এই গুজবটি ছড়িয়ে গেছে। স্বর্ণার পিসি গতকাল বিষয়টি পরিষ্কার করেছেন। অতএব আপনিও এবার নিজের কাজে মন দিন। পরিবারকে সময় দিন। দেখুন পরিবারের কমবয়সী সদস্যটি কি করছে, তাকে সময় দিন। খামাখা ফেসবুকে গ্যাজাবেন না।

বিদ্র: অনেকের কাছ থেকে ব্লু হোয়েল সংক্রান্ত ম্যাসেজ আমার ইনবক্সে আসছে এবং এটাতে আমি যথেষ্ট বিরক্ত। আপনাদের অতি উৎসাহ দেখে আমার মনে একটা ক্ষীন সন্দেহ দেখা দিয়েছে। আমার মনে হচ্ছে ব্লু হোয়েলের পরবর্তী ভিকটিম ব্লু হোয়েল খেলে নয়, ব্লূ হোয়েল সংক্রান্ত পোস্ট আর ম্যাসেজের অত্যাচারে আত্মহত্যা করবে।