বর্ষা

 

বর্ষা মানে মেঘলা আকাশ
মানে বৃষ্টি
বৃক্ষদের সজীব সুখ
সজীবের থাকে প্রাণ
উদ্দাম শিব নৃত্তের মতো খ্যাপাটে

আদি প্রাণ,তুমুল বর্ষণ
কদম ফুটুক প্রিয় আচঁল ভোরে দেব যাপিত বোধ

জন্মাবার ইচ্ছা হলে আষাঢ়ে এসো
তুমুল বৃষ্টিতে খুলে দিও স্তনবৃন্ত

আদিম পিতা কিভাবে জন্মালো প্রেমিকার জঠরে
ঈভের আঁচলে আছে সেইসব সূত্রাবলি

মূলত কথা নয়,কাব্য নয়
নিবিড় ভাষায় অনুক্ত বোধ

জলে আমরা জন্মাই,বর্ষা এলে
চুপিসারে একাকি এসো
দেখবে তোমার নাভিমূল থেকে
কিভাবে ক্রমাগত জন্মাচ্ছি
আমি……আমরা…..

 

…শাফিক সেলিম