আওয়ামীলীগ নিজেরাই জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করছে ক্ষমতা ধরে রাখার জন্য

মানবজাতিকে বলা হয় ‘আশরাফুল মাখলুকাত’ অর্থাৎ সৃষ্টির সেরা জীব। মানুষকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহর উপাসনা করার জন্য। এবং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে। আল্লাহ প্রেরিত বিধানসমূহ দুনিয়াতে কায়েম করবে। আল্লাহর নাযিলকৃত বিধান কোরআন এবং তাঁর প্রেরিত মহা নবী হযরত মোহাম্মদ (সঃ)এর হাদিস অনুযায়ী দুনিয়ার জীবন অতিবাহিত করবে।

মুসলমানদের মৌলিক যেই এবাদত যা করা হয় মসজিদে গিয়ে সেই এবাদতের স্থানটুকু বন্ধ করে দেয়ার এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য যেই মাদ্রাসা গুলো আছে তা বন্ধ করে দেবার জন্য এবার প্রস্তাব আসছে,নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের পক্ষ থেকে।

তার আগে এই দলের আরেক শীর্ষস্থানীয় নেতা মাহবুবুল হক হানিফ, প্রকাশক দীপকের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আবুল কাশেম ফজলুল হক যখন বললেন, আমি পুত্র হত্যার বিচার চাই না, কারণ এ সরকার এর আগেও এ ধরণের কয়েকটা হত্যকাণ্ড হয়েছে তার কোন বিচার করে নি। আমিও আমার পুত্র হত্যার বিচার পাব না তাই বিচার চাব না।তখন হানিফ সাহেব তাঁকে হত্যাকারীদের সাথে জড়িত করে ফেললেন।

জামায়াত- শিবির অথবা বি এন পি কেই সর্বদা দায়ী করা হয় যখনই কোন খুন, সন্ত্রাস সংগঠিত হয়। সরকারের এম পি, মিনিস্টার দের এরুপ দায়সারা মন্তব্যের ফলস্বরূপ প্রকৃত খুনিরা থেকে যায় আড়ালে। এইভাবে আরও জঙ্গি হামলা চালাতে এবং নিত্য নতুন জঙ্গি গোষ্ঠী তৈরিতে প্রকৃত জঙ্গিরা নিরুৎসাহিত নয় বরং প্রবল্ ভাবে উৎসাহিতই হয়ে থাকবে।