কয়দিন ধরেই দেখছি বাংলাদেশের অনেক ইসলামিক দল, অনেক মুসলমান তালেবানদের এমন উত্থানে বাহবা দিচ্ছে । এরাও মনে মনে বাংলাদেশে শরীয়াহ্ আইন চায় ।
আমার জানামতে বাংলাদেশে এমন একটাও ইসলামিক দল নেই যারা শরীহ্ আইনে দেশ চালানোর যোগ্যতা রাখে । বাংলাদেশে মুসলমানদের কয়টা দল আছে সেটা হাতের আঙ্গুলে গুণে শেষ করা যাবে না । কোন দেশে শরীহ্ আইন কার্যকর হলেই সেই দেশ ইসলামী রাষ্ট্র হয়ে হয়ে যায় না । বিশেষ করে বাংলাদেশের মত একটা রাষ্ট্রকে শরীয়াহ্ আইন নরকে পরিণত করে দিবে ।
দেখেন, বাংলাদেশে ৯০% এর উপরে মুসলমান। তাদের বেশিরভাগই আল্লাহ-নবীকে চায়, শরীয়াহ্ আইন চায় । শরীয়াহ্ আইন মানে যদি ইসলামিক আইন হয় তাহলে এই যে ছোট্ট একটা দেশে এতো এতো ইসলামিক দল একে ওপরের মতের বিরোধী, একে অপরকে বিভিন্ন ওয়াজমাহফিলে আঙ্গুল দেয়, একে অপরকে ওরে বাটপার বইলা চিৎকার দেয় তারা একত্র হয়ে একমত হয়ে একটা আইন ঠিক করে কেমনে দেশ চালাবে ?
তাদেরকে যদি বলা হয় বাংলাদেশে শরীয়াহ্ আইন চালু করা হবে এই শর্তে যে, আপনারা সবাই একত্র হয়ে একটা দল গঠন করুন । তাহলেই দেখবেন আমেরিকা বাংলাদেশে সৈন্য পাঠায় দিছে ।