প্রিয়াতঙ্কবাদীদের মাঝে 


আমি এখনো পর্যন্ত মোটা দাগে দুটো দল দেখছি-
১। একুশের সাবেক গর্দব প্রেজেন্টার ইলিয়াসসহ বেশ কিছু ইউটিউব ভিডিও ও বহু ফেবু পোস্ট অনুযায়ী
-হিন্দুরা এদেশে প্রবল ক্ষমতাশালী ও বড় বড় পদ দখলকারী, তারা মোটেই নির্যাতীত না!

২। এই দলে দেখলাম- প্রায় সবই সেলিব্রেটি। এরা ৯৯ লাইনে প্রিয়া সাহার পরিসংখ্যানের ভুল নিয়ে গবেষণাপত্র লিখে চিপা দিয়ে এক লাইনে হিন্দু নির্যাতন হয় স্বীকার করছে! 
কি! মজার না!

আরেকটা দল অবশ্য আছে- যারা মনে মনে জ্বলে মরছে, হাত পা নিশপিশ করছে প্রিয়া সাহাকে গণপিঠুনি না দিতে পারার দু:খে, মুখে মুখে রাষ্ট্রদ্রোহ, ফাঁসি চাই বলে আপাতত জ্বালা নিভাচ্ছে!

আরো দল থাকতে পারে! 
বাংলাদেশ নামক প্রাণীটা ( “ধর্ম যেহেতু আছে সুতরাং এটা তো প্রাণীই”- @হোরাস) নিয়ে সারা বিশ্বই যে হাসাহাসি করছে, বেকুব প্রাণীটা তা বুঝতে পারছে না!