মুসলমানদের জ্ঞানচর্চার অবস্থা বড়োই করুণ!

একজন হুজুর বা মাওলানা, ইসলামে যাকে বলা হয় মহাজ্ঞানী ব্যাক্তি। যিনি সবজান্তা, যার কাছে আছে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সব প্রশ্নের উত্তর। তিনি মঞ্চে ওয়াজ করছেন। মঞ্চে তাকে ঘিরে বসে আছেন তার মতোই আরো আট দশজন লম্বা দাড়ি আর পাগড়িওয়ালা বুজুর্গ। যাদের জ্ঞানের ওজন হয়ত এই মাওলানা সাহেবের চেয়েও বেশী।

মাওলানা সাহেব সমুদ্রের মতো বিশাল আত্মবিশ্বাস নিয়ে মাইকে চিৎকার করে বলছেন,- ৩০, ৪০ বা ৫০ বছর আগে ফেসবুক আবিস্কার করা হয়েছে কোরান থেকে ফর্মুলা নিয়ে। ফেসবুকের লেখালেখি করার, লেখায় লাইক আর শেয়ায় দেয়ার পদ্ধতি আল্লাহতালা পবিত্র কোরানে বর্ণনা করেছেন ১৪শ বছর আগেই। আর তার প্রমাণ- সুরা আম্বিয়ার ৮২ নাম্বার আয়াত।

হুজুরের লম্বা দাড়ি, টুপি আর তর্জনীর কাছে মগজ বন্ধক দিয়ে তা মেনে নিচ্ছেন মাহফিলে আসা হাজার হাজার মুসলমান, আর মঞ্চে বসে থাকা জনা দশেক বুজুর্গ। হাজার হাজার মুসলমান একসঙ্গে হুজুরের কথাকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছেন “আল্লাহু আকবার” আর “সোবাহানাল্লা” শব্দে।

আমি নিশ্চিত, এই সমাবেশে কিছু উচ্চশিক্ষিত মুসলমানও বসে আছেন। তারা হয়ত ডাক্তার, ইন্জ্ঞিনিয়ার অথবা মহাকাশ বিজ্ঞানী। তারাও চুপ করে ওয়াজ শুনছেন, আর “আল্লাহু আকবার” বলে সবার সঙ্গে গলা মিলাচ্ছেন।

-এই হচ্ছে বিশ্বব্যাপী মুসলমানদের জ্ঞানচর্চার অবস্থা। হোক তা বাংলাদেশে, সৌদি আরবে, ইয়োরোপে কিংবা আমেরিকায়। কোরান যখন একটা, সব মুসলমানও একই রকম। মগজ এদের বন্ধক ধর্মের কাছে। ভন্ডামীর প্রতিবাদ এরা করে না। কারণ, এই ভন্ডামীর উৎস তাদের ধর্ম।
সবশেষে আবারো মনে করিয়ে দিই আমার প্রিয় শিক্ষক আহমদ শরীফের সেই চীরসত্য কথা,- “ইসলাম টিকে থাকবে অশিক্ষিতদের মাঝে”।

মগজ বন্ধক রাখা মুসলমানদের জন্য ফেসবুক আবিস্কারের মূল ফর্মূলা, সূরা আম্বিয়ার ৮০, ৮১ আর ৮২ নাম্বার আয়াতগুলো সংযুক্ত করলাম। আর ওয়াজের লিংক কমেন্টে।
…….

৮০ : আমি তাঁকে তোমাদের জন্যে বর্ম নির্মান শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে?

وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ
৮১ : এবং সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে; তা তাঁর আদেশে প্রবাহিত হত ঐ দেশের দিকে, যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব বিষয়েই সম্যক অবগত রয়েছি।

وَمِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَلِكَ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ
৮২ : এবং অধীন করেছি শয়তানদের কতককে, যারা তার জন্যে ডুবুরীর কাজ করত এবং এ ছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রন করে রাখতাম।