ধিক্কার জানাচ্ছি ভারতের সেই সব “হিন্দু নাস্তিক” ও “হিন্দু সেক্যুলার”দের প্রতি

ভারতের সাহসী সাংবাদিক ও ব্লগার গৌরী লঙ্কেশকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা আর ক্ষোভ জানাচ্ছি। আর ধিক্কার জানাচ্ছি ভারতের সেই সব “হিন্দু নাস্তিক” ও “হিন্দু সেক্যুলার”দের প্রতি, যারা হৃদয়ে হিন্দুত্ববাদ আকড়ে রেখে ভারতকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবী করেন, আর ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে মন্দিরের রাজনীতি ও মূর্তি পূজাকে নিজেদের সংস্কৃতি বলে প্রচার করেন।

আজ ব্যাঙ্গালুরুতে গুলি করে নিজ বাসায় হত্যা করা হলো কর্নাটকের খ্যাতিমান সাংবাদিক, ব্লগার ও সোশ্যাল অ্যাক্টিভিষ্ট গৌরী লঙ্কেশকে।

বিশিষ্ট সাহসী ও নারীবাদী এই লেখিকা ভারতীয় সমাজের কুসংস্কার, হিন্দুত্ববাদ ও কুপ্রথার বিরুদ্ধে লেখালেখি করে সংবাদপত্রে ও ব্লগে আলোচিত হয়েছেন। প্রথাবিরোধী লেখালেখির কারণে এর আগেও হিন্দু মৌলবাদীদের পক্ষ থেকে তাঁকে বহুবার প্রাণ নাশের হুমকী দেওয়া হয়েছিলো এবং হত্যার চেষ্টাও করা হয়েছিলো। তবুও তাঁকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত করা যায় নি।

অবশেষে আজ তাঁকে গুলি করে হত্যা করা হলো। কিম্তু আমরাতো জানি- শত বছর পরে হলেও ভারত একদিন কুসংস্কার আর ধর্মীয় রাজনীতিমুক্ত হবে, আর ১৩৩ কোটি আলোকিত মানুষ সেদিন গৌরী লঙ্কেশকে স্মরণ করবে।