অগ্নি দীপ্ত আলো অনুজ আমার,
চন্দ্র সূর্য দেব দিবস ও আধার।
দেখাও তোমার তেজ জলদ গগনে।
ছড়াও তোমার ফুল পৃথিবী কাননে ।
ভ্যুলোক দ্যুলোক জয়ী বলিনা হতে,
আলোকিত তারা হয়ে জ্বলবে রাতে।
তারা হয়ে নরজনের হৃদয় আঁধার,
দূর কর ইহা আজ বাসনা আমার।
পরিশেষে বলি,হে অনুজ তোমায়
সাধনা কর,দেব রহিবে সহায়।
বি.দ্র.:কবিতাটি ক্লাস টেনে থাকতে লিখেছিলাম। 🙂