বিবেক জ্বালাতন করছে!

এমনিতেই বিএনপি কর্মী, তাই কিছু লিখলে জাত চলে যাওয়ার ভয়। কিন্তু রিমান্ডের গল্পটাতো পড়া যায়না। কি অসম্ভব কষ্ট দিয়ে মেরেছে। বিএনপি কর্মী, তাই রুচিহীন, ‘ক্ষ্যাত’ নিশ্চই। কিন্তু নখগুলো উপড়ে ফেললে মানুষের মতোই ব্যাথা লাগে বোধহয়। ছেলেটা কোনো বেয়াদবী করেনি শিওর? আচ্ছা, রিমান্ডে কি হয়? নখ তুলে মেরে ফেলে যারা, মানুষের মতোই চোখ, কান, আঙ্গুল তাদের? ঘরে ফিরে ওরাও টিভি দেখে?

আচ্ছা, রিমান্ডে একটা ব্ল্যাক বক্স লুকিয়ে রাখা যায়না? অথবা একটা কথা বলা ময়না পাখি? হঠাৎ হঠাৎ পাখিটা চেঁচিয়ে উঠবে, মাগো, মাইরা ফেললো মাগো। আচ্ছা, এই বিএনপি কর্মীটার একটা মা আছে নিশ্চই। লাশের আঙ্গুলগুলো ছুঁয়েছিল সেই মা?

ভাই বিএনপি কর্মী, আমি তো ‘প্রগতিশীল’, ‘লেফট’, ‘লিবারেল’, ‘সেক্যুলার’, ইত্যাদি। বিবেক জ্বালাতন করছে, তাই তোমার জন্যে অতি সাবধানে একটা ‘স্ট্যাটাস’ দিয়ে গেলাম।