আমরা কেমন করে একটি প্রগতিশীল রাষ্ট্রের স্বপ্ন দেখি?

টেলিভিশন অনুষ্ঠানে দেখেছিলাম। সে ভিডিও ক্লিপগুলো ইউটিউবেও পাওয়া যাচ্ছে ভুরিভুরি। আমাদের প্রতিবেশী দুটো ইসলামী রাষ্ট্রের কথাই বলছি। ইসলামের সৈনিকরা সড়কে দাঁড়িয়ে আছে চাইনিজ রাইফেল হাতে। তারা গাড়ি থামিয়ে বেছে বেছে গাড়ি চালকদেরকে চড়াচ্ছেন। তারাই চড় খাচ্ছেন- যাদের মুখে সুন্নতি দাড়ি নেই। দাড়িও আছে টুপিও আছে- এমন এক পুরুষের হাতের কব্জি কেটে নেয়া হচ্ছে। কারন তিনি প্রকাশ্যে তার প্রেমিকার হাত ধরে হেঁটেছিলেন।ছাদে উঠে বৃষ্টিতে ভেজার অপরাধে গুলি করে তরুণীকে হত্যা, ভালোবাসার অপরাধে বা ভিন্ন ধর্মবিশ্বাসীকে জীবনসঙ্গী করার অপরাধে পাথর মেরে হত্যা,- এসব খবরতো আমরা এখন নিয়মিতই পাই।

খুব ভয় হয়, আশঙ্কা হয়, এ সকল ঘটনা না আবার আমার দেশেও স্বাভাবিক হয়ে যায়। প্রগতিশীল মনোভাব প্রকাশ করার কারনে, পরাধীন নারীকে বোরখা নামক মধ্যযুগীও ধর্মীয় শেকল থেকে মুক্ত করার প্রয়াশে সংগ্রামী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে গতকাল। কারা এ জঘন্য ঘটনাটি ঘটিয়েছে, কেন এবং তাদের উদ্দেশ্যই বা কি,- এ সবকিছু দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা জনগণ,- কারোই অজানা নয়। তবুও আমরা নির্বাক। আমরা হাত পা গুটিয়ে সব দেখে শুনে ছেড়ে দিয়ে বসে আছি আমাদের বিধির উপর। আমরা তাদের উপরই বার বার ভরসা করি- যারা সবচেয়ে বেশী ধর্মকেই রাজনীতিতে ব্যবহার করার নামে ধর্মীয় মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করে। আবার নির্লজ্জের মতো স্বপ্নও দেখি একটি প্রগতিশীল আর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের। আমরা এমনি মূর্খ।