ধর্মীয় অসাড়তা

ধরুন আপনি হঠাৎ করে বলা শুরু করলেন আপনি অবতার, নতুন একটা ধর্মমত আপনি প্রচার করতে চান, আমরা যা এতকাল মেনে এসেছি তা মিথ্যা ও শয়তানের দেখানো পথ, ব্যাপারটা তখন কি দাঁড়াবে? প্রথমে আপনাকে পাগল-ছাগল বলে হাসিঠাট্টা করবে। তারপরও আপনি আপনার কার্যক্রম চালিয়ে গেলে ধমক ধামক, চড়চাপর মেরে আপনাকে লাইনে আনার চেষ্টা করবে।

কিন্তু তারপরও আপনি এসব চালিয়ে যেতে শুরু করলে এবং বাড়াবাড়ি শুরু করলে যেমন প্রচলিত বিশ্বাসের জিনিসগুলোকে হেয়, অকার্যকর প্রমাণে চেষ্টা, প্রচলিত উপাসনালয়ে গিয়ে সেখানে নিজের নতুন প্রচারিত ধর্মমত পালন করা শুরু করলে তখন কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসভাবে লোকে নিতে শুরু করবে।

আপনার যদি প্রভাবশালী চাচা-মামা থাকে তাহলে হয়ত একদম জানে মারা যাবেন না কিন্তু ভবিষ্যতে এটা একটা রক্তক্ষয়ি সংঘর্ষের দিকে নিয়ে যাবে। পৃথিবীর সমস্ত ধর্ম যখন হাঁটিহাঁটি পা পা করে চলে তখন সেটা প্রচলিত ধর্মমতকে আঘাত করেই এগুতে থাকে। আজকে খুব শুনি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা। মক্কা-মদিনার ও এর আশেপাশে সেই ১৪০০ বছর ও তারও আগে এই অনুভূতির আঘাতের মাধ্যমে একেকটা ধর্মমত প্রচার শুরু হয়েছিল।

ইব্রাহিম তার একেশ্ববাদ প্রচার শুরু করেছিল বহু ঈশ্বরবাদ ও তাদের মূর্তিগুলোকে হেয় আর অপমান করা থেকে।