যুক্তরাষ্ট্রের ওহাই ইউনিভাসির্টিতে হামলাকারীর নাম আবদুল রাজ্জাক আলী। ইনি একজন সোমালিয়ান শান্তির ধর্মের লোক। এইসব শান্তির ধর্মের লোকজনের নাকি মনে অনেক দুঃখ থাকে। আমেরিকা-ইউরোপের সংস্কৃতিতে ইনারা খাপ খাওয়াতে পারে না, ছোট ছোট পোশাকের মেয়েদের দেখে গিলতেও পারে না ছাড়তেও পারে না। এসব কারণে নাকি একটা বন্দুক নিয়ে, নিদেন পক্ষে ছুরি নিয়ে এরা তারপর পশ্চিমাদের উপর ঝাপিয়ে পড়ে…।
আমেরিকা-ইউরোপে কালো-বাদামী রঙের হিন্দু-শিখ অভিবাসীরাও বসবাস করে। তারাও ভিন্ন সংস্কৃতি থেকে এসে এখানে লড়াই করছে। কত সোমালিয়ান কালো রঙের মানুষও নিজের গায়ের রঙের কারণে নিজেকে এখানে একলা অনুভব করেন। আমেরিকায় সোমালিয়ান খ্রিস্টান দুর্লভ নয়। কিন্তু সব সময় কেন হামলাকারীদের নাম আরবী হয়? কেন তারা কেবল শান্তির ধর্মের অনুসারী হয়?