ধর্মীয় এবং স্বাধীনতাবাদীদের মধ্যে একটি বড় পার্থক্য হল যে ধর্মীয় লোকেরা মনে করে যে কোনও উপায়ে স্বর্গে যাওয়া আরও গুরুত্বপূর্ণ, যখন স্বাধীনতাবাদীরা মনে করে পৃথিবীতে স্বর্গ তৈরি করা আরও গুরুত্বপূর্ণ।
ধর্ম ছাড়া পৃথিবী কত সুন্দর হবে। হাজার হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে শুধু প্রার্থনার বিভিন্ন শৈলীর কারণে। শিয়া, সুন্নি, কুর্দিরা প্রতিনিয়ত যুদ্ধ করছে কার ধর্ম বড় তা প্রতিষ্ঠার জন্য। অন্য ধর্মের কথা বলিনি।
পৃথিবীতে আনুমানিক 4200টি ধর্ম রয়েছে। সবাই তার ধর্ম ছাড়া অন্য ৪১৯৯টি ধর্মকে ভিত্তিহীন মনে করে।
ধর্ম মানেই বিভাজন। তুমি হিন্দু, আমি মুসলমান। আমার বিশ্বাস সঠিক, আপনার বিশ্বাস ভুল। ধর্ম মানুষকে শ্রেণীতে বিভক্ত করার প্রধান মাধ্যম।
মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।
আমাদের প্রথম পরিচয় হল আমরা মানুষ। সেই ব্যক্তি হতে আমাদের এত কষ্ট হচ্ছে, ধর্ম নিয়ে ভাবার সুযোগ কোথায়?
অনুগ্রহ করে আমাদের আগে মানুষ হতে দিন, তারপর ধার্মিক হতে দিন।