সমকামিতা ও হিন্দুধর্ম

৬ সেপ্টেমর ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যকার সম্মতিক্রমে স্থাপিত যৌনসম্পর্ককে অপরাধ হিসাবে বিবেচনা করা মানবাধিকার এবং সংবিধান পরিপন্থী। আদালত আরো বলেন যে ৩৭৭ ধারা (যা আমাদের দেশেও প্রচলিত আছে) সেটি “অযৌক্তিক, অমার্জনীয় এবং স্বেচ্ছাচারপ্রসূত” আইন।

 

এই রায় একটি যুগান্তকারী, মাইলফলক রায়। এতে নাগরিক অধিকারের পাশাপাশি, মানবাধিকার, এবং সভ্যতার জয় হয়েছে।

 

ভারতের ক্ষমতাসীন বিজেপি এ ব্যাপারে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির সমমনা হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো শুরু থেকেই সমকামীতার বিরোধীতা করে আসছিল। এদের মূল চালিকাশক্তি হচ্ছে সাধু-সন্তদের মতামত। বাবা রামদেপ্পপ্পবের মত লোকেরা সমকামীতাকে অপসংস্কৃতি বলে আসছে অনেক দিন থেকেই। তাদের কাছে সমকামীতার বিরুদ্ধে যুক্তি হচ্ছে মনুস্মৃতির কয়েকটি শ্লোক-

 

“…a woman who pollutes a damsel (unmarried girl) shall instantly have (her head) shaved or two fingers cut off, and be made to ride (through the town) on a donkey” Manu Smriti Chapter 8, Verse 370

 

এখানে বলা হচ্ছে যদি কোনো নারী অপর কোনো কুমারী নারীকে “দূষিত” করে তবে তার শাস্তি হবে মাথা মুণ্ডন অথবা আঙ্গুল কর্তন এবং গাধার পিঠে করে শহর প্রদক্ষিণ করানো।

 

 

“…a damsel who pollutes (another) damsel must be fined two hundred (panas), pay the double of her (nuptial) fee, and receive ten (lashes with a) rod” Manu Smriti Chapter 8, Verse 369

 

কোনো কুমারী যদি অন্য কোনো কুমারীকে দূষিত করে তবে তাকে তাকে দশটি বেত্রাঘাত, দুইশো মুদ্রা জরিমানা এবং বিয়ের খরচের দ্বিগুন দিতে হবে।

 

“Giving pain to a Brahmana (by a blow), smelling at things which ought not to be smelt at, or at spirituous liquor, cheating, and an unnatural offence with a man, are declared to cause the loss of caste (Gatibhramsa)”. Manu Smriti chapter 11, verse 68.

 

ব্রাহ্মণকে কষ্ট দেয়া, শুকতে হয় না এমন কিছুর গন্ধ নেয়া…এবং পুরুষের সাথে পুরুষের যৌনমিলনের শাস্তি হচ্ছে জাতচ্যুত করা।

 

” A twice-born man who commits an unnatural offence with a male, or has intercourse with a female in a cart drawn by oxen, in water, or in the day-time, shall bathe, dressed in his clothes”. Manu Smriti chapter 11, verse 175

 

পুরুষ যদি পুরুষের সাথে মিলিত হয়, অথবা ষাঁড়ের টানা গাড়িতে কোনো নারীর সাথে মিলিত হয়, অথবা পানিতে মিলিত হয় তার শাস্তি হবে গায়ের কাপড় সহ গোসল করা।

 

“A male child is produced by a greater quantity of male seed, a female child by the prevalence of the female; if both are equal, a third-sex child [napumsaka] or boy and girl twins are produced; if either are weak or deficient in quantity, a failure of conception results.” Manu Smriti chapter 3,  verse 49

 

এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষের বিমানবিকীকরণ দেখা যায় এই শ্লোকে।

 

অথচ হিন্দু ধর্মে কামসূত্রের মত বই আছে যা যৌনতাকে শিল্পের মর্যাদা দেয়, যাতে নারী-নারী সঙ্গমের কথাও উল্লেখ আছে। হিন্দু মন্দিরের দেয়ালে সমকামীতাকে চিত্রিত করা শিলাচিত্র আছে।